NEET পরীক্ষার্থীদের দৌলতে যাত্রা শুরু কলকাতা মেট্রোর, স্বস্তিতে শহরবাসী
- FB
- TW
- Linkdin
দীর্ঘ সাড়ে ৫ মাস পর আবার যাত্রা শুরু করল মেট্রো রেল। তবে রবিবার নিট পরীক্ষার্থীদের দৌলতে আগেই পরিষেবা পেল শহরবাসী। তাই করোনা আবহে কলকাতা মেট্রোয় উঠে অনেকটাই স্বস্তিতে পরীক্ষার্থী ও শহরবাসী।
রবিবার মেট্রোর প্রবেশদ্বারগুলিতে থার্মাল স্ক্য়ানার দিয়ে চেক করে ভিতরে ঢোকানো হচ্ছে। হাতে দেওয়া হচ্ছে স্য়ানিটাইজার। সেপ্টেম্বরেও তাপমাত্রা-আদ্রতার অস্বস্তির মধ্য়ে অনেকটাই আরামদায়ক এবং সময় বাঁচতেই খুশি যাত্রীরা।
নিট পরীক্ষার্থীদের কথা ভেবে আগামী রবিবার মেট্রো চলাচলের সময় এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। বেলা ১১টার পরিবর্তে রবিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ১৫ মিনিট অন্তর ট্রেন চলবে। এর জন্য ট্রেনের সংখ্যা ৬৬ থেকে বাড়িয়ে ৭৪ করা হয়েছে।
মেট্রো স্টেশনের ভিতর রয়েছে পর্যাপ্ত পরিমাণে স্য়ানেটাইজাইজার। যাতে হাতের স্পর্শ না লাগে রয়েছে ফটো ইলেকট্রিক সিস্টেমও। ছবিতে একজন নিট পরীক্ষার্থী।
যাবতীয়ভাবে সাহায্য় করতে প্রস্তুত রয়েছে রেল পুলিশ। নিট পরীক্ষা দিতে যাচ্ছে রাজ্যের এক পরীক্ষার্থী। তবে বেশীরভাগ ছাত্র-ছাত্রীরাই খুশী মেট্রো পরিষেবা পেয়ে। ফাঁকায় -ফাঁকায় বইটাতো পড়া যাবে।
অপরদিকে উত্তর-দক্ষিণ মেট্রোর পাশাপাশি খুলে যাচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রোও। সারা দিনে ২০ মিনিট অন্তর সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত ট্রেন চলবে। দিনের অন্তিম মেট্রো দুই প্রান্তিক স্টেশন থেকে ছাড়বে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে। জানিয়েছেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার মনোজ জোশী।
তবে ইস্ট-ওয়েস্ট মেট্রোয় যাত্রী সংখ্যা তুলনামূলক ভাবে অনেক কম থাকায় যাতায়াতের জন্য ই-পাস লাগবে না। শুধু স্মার্ট কার্ড ব্যবহার করেই যাতায়াত করা যাবে। উল্লেখ্য , উত্তর-দক্ষিণ মেট্রোর যাত্রীদের ক্ষেত্রে ই-পাস বাধ্যতামূলক।পুজোর আগেই ফুলবাগান পর্যন্ত পরিষেবা চালু করে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন মেট্রোর জিএম।