কোভিড বিধির কড়া নিয়মের মাঝেই মেতে উঠল ইদের উৎসব, দেখুন ছবি
রাজ্য কোভিডে ভয়াবহ অবস্থা। কোভিড বিধির মেনেই মেতে উঠল ইদের উৎসব নাখোদা মসজিদে। উল্লেখ্য, বাংলায় একদিনে কোভিডে মৃত্যু দেড়শো ছুঁইছুঁই এবং একদিনে করোনা আক্রান্ত ২০ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী,রাজ্যে একদিনে মৃত ১২৯ জন এবং সংক্রমণ ২০ হাজার ৮৩৯ জন। তাই এই ভয়াবহ পরিস্থিতিতে কড়া নিয়মের মাঝে পাঠ হল ইদের নমাজ।
16

কোভিড বিধির মেনেই মেতে উঠল ইদের উৎসব নাখোদা মসজিদে।
26
কোভিডের ভয়াবহ পরিস্থিতিতে কড়া নিয়মের মাঝে পাঠ হল ইদের নমাজ।
36
কোভিড পরিস্থিতিতে ভীড় নিয়ন্ত্রনে মসজিদ কর্তৃপক্ষের তরফে নমাজ পাঠের জন্য স্লট নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এবার।
46
এদিন সকাল সাতটা থেকে শুরু হয়েছে নমাজ পাঠ। এরপর, সকাল সাড়ে আটটা এবং এবং সকাল ১০ টায় নমাজ পড়েন ধর্মপ্রাণ মানুষ জন।
56
এবার রেড রোড বা রাস্তায় জমায়েত করে নমাজ পাঠে আগেই নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।
66
মসজিতে মাস্ক পরা বাধ্যমূলক করা হয়েছে। এবং ইদের কোলাকুলি ও করমর্দনেও কোভিডের কারণে নিষিদ্ধ করা হয়েছে
Latest Videos