শাস্তি নয়, বর্ষশেষে ভালবেসে চিড়িয়াখানার সামনের ক্ষুদে বিক্রেতাকে মাস্ক পরাল কলকাতা পুলিশ
First Published Dec 31, 2020, 4:39 PM IST
কোভিড আবহে এক অন্য় কলকাতার দেখা পেল সাধারণ মানুষ। একে লন্ডন ফেরৎ একাধিক কলকাতাবাসী কোভিডের নতুন স্ট্রেনে আক্রান্ত। তার উপর জাঁকিয়ে শীতে সোনা রোদে বছরের শেষ দিনে ঘুরতে বেরোবে না রাজ্যবাসী , তা কি হয়। নের সুখে খালি মুখে দিব্য়ি বাইরে বেরোলো বাঙালি। তবে শাস্তি বরং ভালোবেসেই যত্ন করে সেই খালি মুখ গুলিতে করোনা রুখতে নিজে হাতে মাস্ক পরিয়ে দিল কলকাতা পুলিশ।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন