নতুন বছর দেখল সাড়ে ৫ লক্ষ কোভিড জয়ী, বাংলায় সুস্থতার হার পেরোল ৯৬ শতাংশ
| Published : Jan 01 2021, 09:21 AM IST / Updated: Jan 04 2021, 08:47 AM IST
নতুন বছর দেখল সাড়ে ৫ লক্ষ কোভিড জয়ী, বাংলায় সুস্থতার হার পেরোল ৯৬ শতাংশ
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
15
বৃহস্পতিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, বাংলায় একদিনে করোনা নিয়ে মৃত্যুর সংখ্যা ২৯ জন এবং এর মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছে ৫ জন এবং উত্তর ২৪ পরগণায় মৃত্যু হয়েছে ৮ জনের। বাংলায় মোট মৃতের সংখ্যা ৯,৭১২ জন। কলকাতায় মোট মৃতের সংখ্যা ২,৯৫০।
25
বৃহস্পতিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, একদিনে কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ২৯২ জন এবং কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা ১২৩,৩২৫ জন। রাজ্যে এই মুহূর্তে মোট আক্রান্ত ৫৫২,০৬৩ জন।
35
উত্তর ২৪ পরগণায় একদিনে আক্রান্ত ২৯০ জন। তবে দৈনিক সংক্রমণ কমলেও এবার সব জেলাকে পিছনে ফেলে করোনায় প্রথম স্থানে কলকাতা, দ্বিতীয় উত্তর ২৪ পরগণা । এদিকে একদিনে বাংলায় করোনা আক্রান্ত ১,১৭০ জন।
45
বৃহস্পতিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, রাজ্যে এই অবধি মোট অ্য়াক্টিভ আক্রান্তের সংখ্য়া ১২ হাজার ৩৮১ কমে ১১ হাজার ৯৮৫ জন ।
55
বৃহস্পতিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, রাজ্যে একদিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৫৩৭ জন। তাই বাংলায় কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫২৮,৮২৯ জন থেকে ৫৩০,৩৬৬ জন। সুস্থতার হার ৯৬.০৭ শতাংশ।