কোভিড জয়ীর সংখ্যা কমল কলকাতায়, সুস্থতার হার ৯৬ ছুঁইছুঁই
First Published Dec 30, 2020, 9:20 AM IST
কোভিড জয়ীর সংখ্যা কমল কলকাতায়। তবে একদিনের আক্রান্তের সংখ্যাও তীরের বেগে নামছে। নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে আচমকাই এই সংখ্যা নেমে যাওয়ায় অবাক রাজনৈতিক মহলও। মঙ্গলবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী,একদিনে কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ২৭০ জন এবং কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা ১২২,৭০৭ জন। তাহলে বাংলায় একুশের দোরগড়ায় দাঁড়িয়ে কোভিড পরিস্থিতি কী, একবার দেখে নেওয়া যাক।

মঙ্গলবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, বাংলায় একদিনে করোনা নিয়ে মৃত্যুর সংখ্যা ৩০ জন এবং এর মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছে ৪ জন এবং উত্তর ২৪ পরগণায় মৃত্যু হয়েছে ৯ জনের। বাংলায় মোট মৃতের সংখ্যা ৯,৬৫৫ জন। কলকাতায় মোট মৃতের সংখ্যা ২,৯৩৭।

মঙ্গলবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, একদিনে কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ২৭০ জন এবং কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা ১২২,৭০৭ জন। রাজ্যে এই মুহূর্তে মোট আক্রান্ত ৫৪৯,৭১৫ জন।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন