কোভিডে একই দিনে মৃত্যু ৪৭ জনের, বাড়ি ফিরতে চেয়ে জানলায় চোখ আক্রান্তদের
| Published : Dec 14 2020, 11:17 AM IST
কোভিডে একই দিনে মৃত্যু ৪৭ জনের, বাড়ি ফিরতে চেয়ে জানলায় চোখ আক্রান্তদের
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
15
রবিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, বাংলায় একদিনে করোনা নিয়ে মৃত্যুর সংখ্যা ৪৭ জন এবং এর মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছে ১১ জন এবং উত্তর ২৪ পরগণায় মৃত্যু হয়েছে ১২ জনের। বাংলায় মোট মৃতের সংখ্যা ৯,০৫৭ জন। কলকাতায় মোট মৃতের সংখ্যা ২৭৮২।
25
রবিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, একদিনে কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ৬৬৮ জন এবং কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা ১১৬,২৪২ জন। রাজ্যে এই মুহূর্তে মোট আক্রান্ত ৫২১, ৭৯৫ জন।
35
উত্তর ২৪ পরগণায় একদিনে আক্রান্ত ৬১৩ জন থেকে বেড়ে ৬৫২ জন। তবে দৈনিক সংক্রমণ কমলেও সেই বরাবরের মত সব জেলাকে পিছনে ফেলে করোনায় প্রথম স্থানে কলকাতা। এদিকে একদিনে বাংলায় করোনা আক্রান্ত ২৭৫৩ জন থেকে কমে ২৫৮০ জন।
45
রবিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, রাজ্যে এই অবধি মোট অ্য়াক্টিভ আক্রান্তের সংখ্য়া ২৩ হাজার ২৮১ থেকে কমে ২২ হাজার ৫৭৩ জন ।
55
রবিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, রাজ্যে একদিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৯৯৪ জন। তাই বাংলায় কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৮৪,২৫৮ জন থেকে ৪৯০,১৬৫ জন। সুস্থতার হার ৯৩.৯৪ শতাংশ।