সুখবর, বাংলায় সুস্থতার হার ছাড়াল ৯২ শতাংশ, কোভিড জয়ীদের জন্য করতালি
- FB
- TW
- Linkdin
স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, বাংলায় একদিনে করোনা নিয়ে মৃত্যুর সংখ্যা ৫২ জন এবং এর মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছে ১৩ জন এবং উত্তর ২৪ পরগণায় মৃত্যু বেড়ে হয়েছে ১৬ জনের। বাংলায় মোট মৃতের সংখ্যা ৭,৭৬৬ জন।
মঙ্গলবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, একদিনে কলকাতা করোনা আক্রান্তের সংখ্যা ৭৫২ এবং কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা ৯৫, ৫০৪ জন।
উত্তর ২৪ পরগণায় একদিনে আক্রান্ত ৭১০ জন। যদিও সেই বরবরের মত সব জেলাকে পিছনে ফেলে করোনায় শীর্ষে কলকাতা। এদিকে একদিনে বাংলায় করোনা আক্রান্ত ৩,৬৫৪ জন।
মঙ্গলবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, রাজ্যে এই অবধি মোট অ্য়াক্টিভ আক্রান্তের সংখ্য়া ২৭ হাজার ১১১ জন।
তবে অপরদিকে সুখবরটা হল, সুস্থতার হার অক্টোবারের শুরুতে ছিল ৮৭. ৪৫ শতাংশ, নভেম্বরে তা বেড়ে ৯২.০৪ শতাংশে। মঙ্গলবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, রাজ্যে একদিনে সেরে উঠেছেন ৪ হাজার ৩৮৮ জন। তাই মোট কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০৩,৩৪০।