বছর শেষে আচমকাই আক্রান্ত কমল কলকাতায়, যদিও কোভিডে মৃত্যু থামেনি বাংলায়, দেখুন ছবি
First Published Dec 2, 2020, 12:19 PM IST
রাজ্যে আচমকাই একদিনের করোনা আক্রান্তের সংখ্যা কমল। বুধবার কলকাতার নুন্যতম তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি সেলসিয়ার্স। তবে রাতেও সকালের দিকে শীতের আমেজ থাকলেও কলকাতায় বেলা বাড়লে শীতের আমেজ কমবে। তবুও একটাই প্রশ্ন মাথা চাড়া দিয়ে উঠছে, শীতে সংক্রমণ বৃদ্ধির পূর্বাভাসের কথা। কারণ এমন সতর্কবার্তাই দিয়েছিল বিজ্ঞানীরা। তাই বছর শেষের উৎসবে বাড়তি ভীড় একটা চিন্তার বিষয় হয়ে উঠেছে চিকিৎসকদের কাছে। রবিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, রাজ্যে এই মুহূর্তে মোট আক্রান্ত ৪৮৬,৭৯৯ জন।

মঙ্গলবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, বাংলায় একদিনে করোনা নিয়ে মৃত্যুর সংখ্যা ৫২ জন এবং এর মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছে ৮ জন এবং উত্তর ২৪ পরগণায় মৃত্যু হয়েছে ১১ জনের। বাংলায় মোট মৃতের সংখ্যা ৮,৪৭৬ জন।

মঙ্গলবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, একদিনে কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা কমে ৮০৭ জন এবং কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা ১০৭,৫৪০ জন।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন