ভোটের মুখে লাফিয়ে করোনা সংক্রমণ কলকাতা-উত্তর ২৪ পরগণায়, কমল সুস্থতার হারও
- FB
- TW
- Linkdin
মঙ্গলবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে একদিনে করোনা নিয়ে মৃত্যুর সংখ্যা ২ জন এবং এর মধ্যে কলকাতায় একদিনে মৃত্যু সংখ্যা ১। এবং উত্তর ২৪ পরগণায় মৃত্যু ১ জনের । বাংলায় মোট মৃতের সংখ্যা ১০,৩১০ জন। কলকাতায় মোট মৃতের সংখ্যা ৩,১১৪।
মঙ্গলবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, একদিনে কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ১৫৩ জন এবং কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা ১৩১,৫৪৫ জন। রাজ্যে এই মুহূর্তে মোট আক্রান্ত ৫৮১,৪০৩ জন।
উত্তর ২৪ পরগণায় একদিনে আক্রান্ত ৯৮ জন থেকে বেড়ে ১২৬ । তবে দৈনিক সংক্রমণ কমলেও এখনও সব জেলাকে পিছনে ফেলে করোনায় প্রথম স্থানে কলকাতা, দ্বিতীয় উত্তর ২৪ পরগণা। এদিকে একদিনে বাংলায় করোনা আক্রান্ত ৪০৪ জন।
মঙ্গলবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গেএই অবধি মোট অ্য়াক্টিভ আক্রান্তের সংখ্য়া ৩ হাজার ৫০৪ থেকে ৩ হাজার ৬৫৬ জন।
মঙ্গলবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে একদিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২০ জন। তাই বাংলায় কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৬৬,৮২১ জন থেকে ৫৬৭,৪৩৭ জন। সুস্থতার হার ৯৭.৬৪ শতাংশ থেকে কমে ৯৭.৬০।
পাশাপাশি সম্প্রতি কলকাতায় বিদেশি স্ট্রেনে করোনা আক্রান্তের সংখ্য়াও বেড়েছে। এদিকে দক্ষিণ আফ্রিকা স্ট্রেনের বিরুদ্ধে কম কাজ করছে কোভিশিল্ড , ইতিমধ্য়েই জানিয়েছে নির্মাতা অ্যাস্ট্রাজেনেকা। যা নিয়ে চিন্তায় চিকিৎসকেরা।