সপ্তাহের শেষে খেল দেখাবে শীত! সরস্বতী পুজোতে বৃষ্টির আশঙ্কা? আপডেট দিল আলিপুর
আর দিন কয়েকের মধ্যে বৃষ্টি শুরু হতে চলেছে রাজ্যে? শীত থাকবে নাকি গরম, বৃষ্টি? এখন এই প্রশ্ন তুলছেন সকলে। কারণ সামনেই সরস্বতী পুজো। কেমন কাটবে সেই দিন? আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জানুন আপডেট।

আবহাওয়া দপ্তর বলছে, বুধবার পর্যন্ত বেশ কিছুটা তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। ৩ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ফলত চলতি সপ্তাহে স্বাভাবিকের উপরেই থাকবে তাপমাত্রার পারদ। সকালের দিকে কিছুটা ঠান্ডার আমেজ কিছুটা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা হবে উধাও।
তাহলে কি এবারে শীত শেষ হতে চলেছে শীঘ্রই? অন্তত তেমনই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আপাতত তাপমাত্রা আর নামবে না
শীত থাকবে নাকি গরম, বৃষ্টি? এখন এই প্রশ্ন তুলছেন সকলে। সরস্বতী পুজোতে শাড়ি পাঞ্জাবি পরবেন বলে অনেকেই এখন থেকে ঠিক করে রেখেছে। কিন্তু গায়ে সোয়েটার, জ্যাকেট কিংবা শাল রাখতে হবে নাকি এগুলি লাগবে না, সেটা এখনও মনস্থির করে উঠতে পারছে না কেউ।
আইএমডি কলকাতা ইতিমধ্যেই পূর্বাভাস দিয়েছে যে ফেব্রুয়ারি মাস দেশের বেশিরভাগ অংশে স্বাভাবিকের চেয়ে বেশি উষ্ণ এবং শুষ্ক হবে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলাগুলিতে আগামী ২৪ ঘন্টা ঘন কুয়াশা পড়তে পারে।
অনেকে এও প্রশ্ন তুলছেন পুজোর দিন কী বৃষ্টি হবে? এর কারণ আকাশ মাঝে মধ্যেই কিন্তু মেঘে ঢেকে যাচ্ছে। মনে হচ্ছে বৃষ্টি নামল বলে।
সরস্বতী পুজোর দিনে বৃষ্টি?
আলিপুর আবহাওয়া অফিসের উত্তর হল না। এছাড়া সরস্বতী পুজোর দিন পশ্চিমের জেলাগুলি অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান জেলায় শীতের ভালো মতো আমেজ মিলবে।
হাওয়া অফিসের মতে, এখন যে পরিমাণে ঠান্ডা রয়েছে বা বাড়ছে তার থেকে অনেক কম শীত থাকবে উৎসবের দিন। আলিপুর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে আগামী ৪-৫ দিন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে। বিশেষ করে সরস্বতী পুজোর দিন মানুষ তুলনামূলকভাবে উষ্ণ আবহাওয়া অনুভব করবে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঘন কুয়াশা থাকবে।

