'ছেলে হয়েছে-ওরে তোরা দেখে যা', আনন্দে আত্মহারা মা জিরাফ আলিপুর চিড়িয়াখানায়
First Published Dec 5, 2020, 3:41 PM IST
ছেলে হওয়ার আনন্দে আত্মহারা মা জিরাফ আলিপুর চিড়িয়াখানায়। কাকে বলবে, কোন খানে যাবে সে, আঁশ যে মিটছেই না। অন্য কেউ দেখুক ছাই না দেখুক, ছেলেকে ভারী আগলে রাখছে মা লক্ষী। আজ্ঞে হ্যাঁ শীতের মরসুমে আলিপুর চিড়িয়াখানাতে জন্ম নিল নতুন অতিথি। ছোট্টো ফুটফুটে জিরাফ শাবক।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন