'ছেলে হয়েছে-ওরে তোরা দেখে যা', আনন্দে আত্মহারা মা জিরাফ আলিপুর চিড়িয়াখানায়
| Published : Dec 05 2020, 03:41 PM IST / Updated: Dec 05 2020, 03:42 PM IST
'ছেলে হয়েছে-ওরে তোরা দেখে যা', আনন্দে আত্মহারা মা জিরাফ আলিপুর চিড়িয়াখানায়
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
15
শীতের মরসুমে আলিপুর চিড়িয়াখানাতে জন্ম নিল নতুন অতিথি। ছোট্টো ফুটফুটে জিরাফ শাবক। ছেলে হওয়ার আনন্দে আত্মহারা মা লক্ষী জিরাফ আলিপুর চিড়িয়াখানায়।
25
নভেম্বরের ২৭ তারিখ এই জিরাফটির জন্ম হয়। ফুটফুট এই জিরাফ দেখতে পেয়ে বেশ খুশি কচিকাচাদের দল।
35
তাঁর মায়ের নাম লক্ষী। মা ও ছেলে দুজনেই সুস্থ আছে। শনিবার দর্শকদের সামনে বার করা হল শাবকটিকে।
45
আগামী ১ বছর শাবকটি মায়ের দুধ খাবে। এই নিয়ে আলিপুর চিড়িয়াখানাতে জিরাফ সংখ্যা হল ৯ টি ।
55
৩ টি ছেলে ও ৬ টি মেয়ে নিয়ে ভরভরন্ত সংসার। দৰ্শকরা জিরাফ শাবককে দেখে অত্যন্ত খুশি। অনেক বাচ্চা যেন পারলে একটু ছুঁয়ে দেখতে চায়।