ভ্যালেন্টাইন ডে-তে চালকদেরকে গোলাপ উপহার, নিজেকে ভালবাসতে শেখাল ট্রাফিক পুলিশ
| Published : Feb 14 2021, 12:50 PM IST
ভ্যালেন্টাইন ডে-তে চালকদেরকে গোলাপ উপহার, নিজেকে ভালবাসতে শেখাল ট্রাফিক পুলিশ
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
16
১৪ ফেব্রুয়ারী ভালোবাসার দিন, ভ্যালেন্টাইন্স ডে। সবাই সবাইকে ভালোবাসতে পারে আজকের দিনে। এমনই এক নজিরবিহীন ভালোবাসার ছবি দেখা গেল উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহরে। রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়ে পথ চলতি সমস্ত যানবাহন চালকদের হাতে লাল গোলাপ ফুল উপহার তুলে দিল রায়গঞ্জ ট্রাফিক পুলিশ।
26
পুলিশ যে মানুষকে ভালোবাসে তা প্রচারের উদ্দেশ্যে আজকের ভ্যালেন্টাইন্স ডে কেই বেছে নিয়ে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারন মানুষ থেকে যানবাহন চালকদের ট্রাফিক আইন মেনে চলার আবেদন করার পাশাপাশি তাদের সচেতন করার উদ্যোগ নিয়েছে রায়গঞ্জ ট্রাফিক পুলিশ।
36
পুলিশ যে সমাজের বন্ধু তাঁরাও যে মানুষকে ভালোবাসে তারই নিদর্শন হিসেবে এবং সাধারন মানুষকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করার লক্ষ্যে এক অভিনব উদ্যোগ গ্রহন করল রায়গঞ্জ ট্রাফিক পুলিশ কর্মীরা।
46
১৪ ফেব্রুয়ারী ভালোবাসার দিনে রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়ে চৌমাথায় জাতীয় সড়ক ও রাজ্য সড়কে চলাচলকারী সমস্ত যানবাহন চালকদের হাতে গোলাপ ফুল উপহার তুলে দিলেন ট্রাফিক পুলিশ আধিকারিক ও পুলিশ কর্মীরা।
56
গাড়ি বা মোটরবাইক যাতে ধীরে চালায়, কোনও দুর্ঘটনা যাতে না ঘটে এবং সর্বোপরি ট্রাফিক আইন সম্পর্কে সাধারন মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যেই এই অভিনব উদ্যোগ বলে জানিয়েছেন রায়গঞ্জ ট্রাফিক পুলিশের আধিকারিকেরা।
66
ভালোবাসার দিনটিতে সকালে রাস্তায় বেড়িয়ে পুলিশের কাছ থেকে একটি সুন্দর গোলাপ ফুল উপহার পেয়ে খুশী রায়গঞ্জের পথচলতি সাধারন মানুষ থেকে যানবাহন চালকেরা।