রামকৃষ্ণ মিশন-স্বামী বিবেকানন্দের বাড়িতে অমিত শাহ, দেখুন ছবিতে ছবিতে
| Published : Dec 19 2020, 12:47 PM IST
রামকৃষ্ণ মিশন-স্বামী বিবেকানন্দের বাড়িতে অমিত শাহ, দেখুন ছবিতে ছবিতে
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
16
কলকাতায় পৌঁছেই রামকৃষ্ণ মিশন- স্বামী বিবেকানন্দের বাড়িতে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ।
26
রামকৃষ্ণ দেবকে প্রণাম জানাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ।
36
শ্রদ্ধার সহিত মাথা নত করে সেখানকার সন্যাসদের প্রথম জানালেন তিনি।
46
শ্রদ্ধা অর্পণ করে পুজো দিলেন শিব লিঙ্গে। 'রামকৃষ্ণ মিশনে কিছু সময় কাটানো এবং স্বামী বিবেকানন্দজীর উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের সৌভাগ্য হল', বলে টুইট করে জানালেন শাহ।
56
রামকৃষ্ণ মিশন- স্বামী বিবেকানন্দের বাড়িতে শাহ-র সঙ্গে দিলীপ সহ বিজেপির শীর্ষ নের্তৃত্ব।
66
শাহ আরও বলেন, তিনি ভারতমাতার এক মহান পুত্র, যিনি নিজেকে জাতির পুনরুত্থানে উৎসর্গ করেছিলেন। তাঁর আদর্শ ভারতবর্ষকে নতুন প্রজ্ঞালোকে আলোকিত করেছে, যা এখনও আমাদের অনুপ্রাণিত করে।