রামকৃষ্ণ মিশন-স্বামী বিবেকানন্দের বাড়িতে অমিত শাহ, দেখুন ছবিতে ছবিতে
First Published Dec 19, 2020, 12:47 PM IST
কলকাতায় পৌঁছেই রামকৃষ্ণ মিশন- স্বামী বিবেকানন্দের বাড়িতে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। এসে ভূয়সী প্রশংসা করলেন তিনি স্বামীজীর। মাথা নত করে সেখানকার সন্যাসদের প্রথম জানালেন। শ্রদ্ধা অর্পণ করে পুজো দিলেন শিব লিঙ্গে। 'রামকৃষ্ণ মিশনে কিছু সময় কাটানো এবং স্বামী বিবেকানন্দজীর উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের সৌভাগ্য হল', বলে টুইট করে জানালেন শাহ।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন