- Home
- West Bengal
- Kolkata
- ৫১ দমকল কর্মীকে মেডেল প্রদান,কোভিড যোদ্ধাদের সম্মান জানাল রাজ্য় সরকার, দেখুন ছবি
৫১ দমকল কর্মীকে মেডেল প্রদান,কোভিড যোদ্ধাদের সম্মান জানাল রাজ্য় সরকার, দেখুন ছবি
পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ফায়ার এন্ড এমাজেন্সি পরিষেবা-র আরও ৫১ জন আধিকারিক ও কর্মীকে কোভিড যোদ্ধা মেডেল প্রদান করা হয়েছে। এই উপলক্ষে বুধবার কলকাতায় দমকলের সদর দফতরে আনুষ্ঠানিকভাবে ওই অফিসার ও কর্মীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু, দমকলের মহানির্দেশক জগমোহন সহ অন্যান্যরা।
- FB
- TW
- Linkdin
পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ফায়ার এন্ড এমাজেন্সি পরিষেবা- এর আরও ৫১ জন আধিকারিক ও কর্মীকে কোভিড যোদ্ধা মেডেল প্রদান করা হয়েছে।
বুধবার কলকাতায় দমকলের সদর দফতরে আনুষ্ঠানিক ভাবে ওই অফিসার ও কর্মীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু, দমকলের মহানির্দেশক জগমোহন সহ অন্যান্যরা।
বুধবার দমকল মন্ত্রী বলেন, এই করোনা পরিস্থিতিতে রাজ্যজুড়ে দমকল কর্মীরা জীবন বাজি রেখে কাজ করে চলেছেন। আগুন নেভানোর পাশাপাশি নবান্ন থেকে রাইটার্স সহ রাজ্যের দফতরে স্যানিটাইজের কাজেও দমকল কর্মীরা কাজ করে চলেছেন।
আগুন নেভানোর পাশাপাশি নবান্ন থেকে রাইটার্স সহ রাজ্যের দফতরে স্যানিটাইজের কাজেও দমকল কর্মীরা কাজ করে চলেছেন। বিভিন্ন হাসপাতাল থেকে কোয়ারান্টিন সেন্টার - সাহসের সঙ্গে কাজ করেছেন দমকল বাহিনী।
ইতিমধ্যে ২০০ জন কর্মী কোভিডে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে অনেকে সুস্থ হয়ে উঠেছেন। তাঁরা খুব ভাল কাজ করেছে। তাদের সরকার স্বীকৃতি দিয়েছে।