বোকা বানানোর সহজ উপায়, এপ্রিল ফুল-এ রইল সেরা ১০ মজার টিপস
| Published : Apr 01 2020, 12:46 PM IST
বোকা বানানোর সহজ উপায়, এপ্রিল ফুল-এ রইল সেরা ১০ মজার টিপস
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
110
আজ পয়লা এপ্রিল। এপ্রিল ফুল দিবস। প্রতিবছর এই দিনটার জন্য ছোট থেকে বড় সকলেই অপেক্ষা করে থাকেন।
210
সদ্য দোল গিয়েছে। বাড়ির শ্যাম্পুর মধ্যে একটু রং মিশিয়ে নিন। ব্যস তাতেই কেল্লাফতে। স্নান করতে গিয়ে এই রং শ্যাম্পু দেখে যে কেউই চমকে উঠবেন এটা হলফ করে বলা যায়।
310
বাড়িতে ক্রিম বিস্কুট নিয়ে এসে তার ক্রিমটা খেয়ে ফেলুন। আর ক্রিমের মাঝখানটাতে সাদা পেস্ট দিয়ে আগের মতো করে রাখুন।
410
দুধের বদলে ময়দা গুলিয়ে সকালের ব্রেকফাস্টে রেখে দিন।
510
বাজারে নানা ঘরনের পোকামাকড় কিনতে পাওয়া যায়। যা একদম আসলের মতো দেখতে। ওটা নজর কাড়বে এমন জায়গায় বসিয়ে রাখুন।
610
বউ কিংবা বরের মোবাইলের ল্যাঙ্গুয়েজ সেটিং বদলে অন্য ভাষা সেট করে দিন।
710
বাড়িতে খুব কাছের বন্ধুকে নিমন্ত্রণ করুন। আর নিজের বাড়ির দরজায় লিখে রাখুন হ্যাপি এপ্রিল ফুল। নিজে বাড়ি থাকলে কিন্তু হবে না। দরজায় বাইরে বড় তালা যেন ঝোলানো চাই।
810
বান্ধবীকে নিয়ে কেউ ডেটিং -এ গেলে সেখানে খাওয়ার পর টয়লেটে যাবার নাম করে বাড়ি পালিয়ে আসুন। খানিক বাদে মোবাইলে এপ্রিল ফুল মেসেজ পাঠিয়ে দিন। তবে পুরোটাই নির্ভর পরিস্থিতির উপর।
910
বাড়ির প্রতিবেশী বাড়ি ফেরার আগে তার দরজায় নোটিশ টানিয়ে দিন, 'মেন অ্যাট ওয়ার্ক,প্লিজ ইউজ অ্যানাদার ডোর'।
1010
বাচ্চাদের ক্ষেত্রে বিভিন্ন ডিজাইনের মাফিন বা কেক অর্ডার দিন যা দেখামাত্রই খাওয়া তো দূর ভয়ে বাচ্চারা ওইদিকে হাতও বাড়াবে না।