- Home
- Lifestyle
- Lifestyle Tips
- প্রতিদিন স্নানের সময় এই জিনিসটি অনুষ্কার চাই-ই চাই, জানেন কোন ফলে লুকিয়ে অনুষ্কার বিউটি টিপস
প্রতিদিন স্নানের সময় এই জিনিসটি অনুষ্কার চাই-ই চাই, জানেন কোন ফলে লুকিয়ে অনুষ্কার বিউটি টিপস
- FB
- TW
- Linkdin
অনুষ্কা শর্মা, বরাবরই লাইট মেকআপ পছন্দ করেন। খুব বেশি মেকআপ তিনি কখনই করেন না।
ঘরোয়া টিপস ও প্যাকেই ভরসা রাখেন অনুষ্কা। প্রতিদিন স্নানের সময় গায়ে মেখে ফেলেন কলা। এটা তাঁর প্রত্যহ রুটিনের মধ্যেই পড়ে।
এই কলা ত্বকের কী কী উপকারে লাগে জেনে নিন। কলা ত্বকের উজ্জ্বল্যতা বাড়িয়ে তোলে। কমলা লেবুর রস, কলা ও মধু মিশিয়ে মুখে মাখলে তা ত্বকের জন্য বেশ উপকারি।
Over the top outfit
Once in a while, we are all allowed to go all out with our fashion choice. Give twits to your evening gown and get it custom-made with ruffles, frills, puffed sleeves, or thigh-high slit detailing. Own the style statement just like Sharma.
কলা মুখের রিঙ্কেল সরাতে সাহায্য করে। এর সঙ্গে টকদই ও লেবুর রস মেখেও ব্যবহার করতে পারেন।
কলা বেকিং সোডা ও হলুদ মিশিয়ে ব্যবহার করলেই তা ব্রণর সমস্যা দূর করতে। এতে মুখ পরিষ্কার থাকবে।
তুখের তেল তেল ভাব নিয়ন্ত্রণ করতেকলা ভিষণভাবে সাহায়্য করে। কলার প্যাক লাগালে অতিরিক্ত তেলা ত্বক বশে আসে।
কলার খোসাও ত্বকের জন্য উপকারি। কলার খোসা ত্বকে লাগাতে তা বিভিন্ন ত্বকের সমস্যাকে দূর করে দেয়।