খরচ সামাল দিতে হাত পড়ছে সঞ্চয়ে? সংসার খরচ কমাতে মেনে চলুন এই ১০ টোটকা
ক্রমে বেড়ে চলেছে বাজার মূল্য। বাড়ছে গ্যাসের দাম। সঙ্গে পেট্রোলের দাম চিন্তার ভাঁজ ফেলে মধ্যবিত্তের কপালে। সম্প্রতি, গ্যাসের দাম পার করেছে ১০০০-এর কোটা। ১০২৬ টাকায় বিকোচ্ছে সিলিন্ডার। এর সঙ্গে সবজির চড়া দাম। বর্তমানে বাজারে আলু প্রায় ৩০ টাকা কিলো, বেগুন ৮০ টাকা কিলো। এর সঙ্গে পটল, ঠ্যাঁরস সহ সব সবজিরই চড়া দাম। এই সময় অনেকেরই আয়ের থেকে ব্যয় হচ্ছে বেশি। একদিকে এই পরিমাণ খরচ তার ওপর রয়েছে ইএমআই, বাচ্চার স্কুলের খরচ-সহ আরও কত কী। প্রতি মাসে বাড়তি খরচ লেগেই আছে। এবার থেকে খরচ কমাতে মেনে চলুন এই বিশেষ টোটকা। সহজ কয়টি পদ্ধতি মেনে চললে প্রতি মাসে ব্যয় হবে কম, সঙ্গে ঘটবে সঞ্চয়।
- FB
- TW
- Linkdin
অনলাইন নয়, বরং নগদ টাকা খরচের অভ্যাস করুন। গবেষণায় দেখা গিয়েছে, যারা অনলাইনে টাকা আদান প্রদান করেন তারা বেশি খরচ করেন। মাসের শুরুতে মাসের খরচ বাবদ টাকা ব্যঙ্ক থেকে তুলে নিন। সেই টাকা থেকে খরচ করুন। যতটা পারবেন অনলাইনে টাকা দেওয়ার অভ্যেসে বদল আনুন। এতে খরচ কমবে।
বিদ্যুত খরচ কমান। বিশেষ করে গরমে এসির জন্য প্রচুর টাকা ব্যয় হয়। ঘরে না থাকলে ফ্যান বন্ধ করুন। রাতে ঘুমানোর সময় এসি স্লিপ মোডে দিয়ে ঘুমান। আর যখন এসি চালাবেন, তখন ফ্রিজ বন্ধ করে রাখুন। এভাবে হিসেব করে চললে খরচ কমবে।
মাসের শুরুতে হিসেব করে নিন। কোন খাতে কত ব্যয় করবেন তা হিসেব করে নিন। সংসারের জিনিস এক সঙ্গে মাসের শুরুতে কিনুন। আগের মাসে যদি কোনও জিনিস থেকে যায়, তবে তা রেখে দিন। এই ভাবে হিসেব করে নিন। হিসেব করে খরচ করলে খরত কম হবে।
প্রয়োজনের অতিরিক্ত খরচ নয় এই কথা সব সময় মাথায় রাখুন। দরকার না হলেও শপিং করছেন, আলমারিতে জমা করছেন একের পর এক নতুন পোশাক- এমন স্বভাব থাকে অনেকের। বাড়িকে একটি সোফা রয়েছে, আবার হঠাৎ করে আরও একটা কিনে ফেললেন, এমন করবেন না। যেটা দরকার সেটাই কিনুন। নিজেকে মানসিক ভাবে প্রস্তুত করুন।
রেস্তোরাঁর খরচ কমান। প্রতি সপ্তাহে রেস্তোরাঁয় খাওয়া, কিংবা সুযোগ পেলেই অন লাইনে অর্ডার করার মতো কাজ অনেকেই করে থাকেন। তবে, খরচ কমাতে চাইলে সবার আগে নিজের দোকানের খাওয়ার খরচ কমান। বাড়িতে রান্না করলে যেমন খরচ কমবে, তেমনই সুস্থ থাকবেন। এবার থেকে মেনে চলুন এই টোটকা। সহজে টাকা সাশ্রয় হবে।
আজকাল সারা বছরই কোনও না কোনও কারণে দোকানে ছাড় চলে। তাতে অল্প হলেও টাকা কম লাগে। প্রয়োজনীয় জিনিস কেনার সময় এই ছাড়ের দিকে নজর দিন। হিসেব করে রাখুন কী কী আপনার প্রয়োজন। তা জামাও হতে পারে, তেমনই হতে পারে সংসারের জিনিস। সেই হিসেব মেনে জিনিস কিনুন। অনলাইন হোক কিংবা দোকানে- সর্বত্রই ছাড় চলে। সময় বুঝে কিনে নিন।
মোবাইলের বিলের দিকে নজর দিন। আপনার হয়তো তেমন প্রয়োজন হয় না, তা সত্ত্বেও মোটা টাকার প্যাক ভরান এমন করেন অনেকে। বাড়িতে একাধিক ব্যক্তি ইন্টারনেট ব্যবহার করলে ব্রড ব্রান্ডে নিন। এতে খরচ অনেক কমবে। এমন প্যাক ব্যবহার করুন, যাতে খরচ কম হবে। এভাবে হিসেব করে টাকা সাশ্রয় করুন।
রান্না করার সময় কড়াই ঢেকে রান্না করবেন। হয়তো কোনও খাবার সেদ্ধ করতে দিয়েছেন, সে সময় কড়াই চাপা দিয়ে রান্না করুন। এতে গ্যাস কম খরচ হবে। রান্না করার সময় আগে থেকে সব সবজি কেটে রান্না করবেন। আর গ্যাসলের আঁচ মাঝারি রাখুন। এতে খরচ কম হবে। এই টোটকা মেনে খরচ কমান।
ঘুরতে যাওয়ার খরচ কমান। অনেকেই প্রতি মাসে কিংবা সপ্তাহান্তে ঘুরতে যান। কিংবা বাইরে বেরাতে গেলে বড় হোটেলে থাকেন। খরচ বাঁচাতে চাইলে এমন অভ্যেস পরিবর্তন করুন। ঘুরতে গেলে কিংবা রেস্তোরাঁর খেতে গেলে খরচ অধিক হয়। কিংবা বড় হোটেলে বারে বারে থাকলেও বাড়ে খরচ। এই সব ক্ষেত্রে হিসেব করে চললে খরচ কমবে।
গাড়ি ভাড়া হিসেব করে চললে খরচ কমাতে পারেন। কোথাও গেলে বারে বারে ব্রেক জার্নি করার অভ্যেক ত্যাগ করুন। এতে খরচ কমবে। অফিস যাওয়ার সময় এই টোটকা মেনে চলুন। এতে খরচ কম হবে। টাকা বাঁচাতে চাইলে সবার আগে প্রয়োজন হিসেব করে চলা। তবেই উপকৃত হবেন। সহজে সাশ্রয় হবে।