- Home
- Lifestyle
- Lifestyle Tips
- চুলের যত্নে ম্যাজিকের মতো কাজ করবে রসুন, এটি প্যাকের গুণে দূর হবে খুশকির সমস্যা
চুলের যত্নে ম্যাজিকের মতো কাজ করবে রসুন, এটি প্যাকের গুণে দূর হবে খুশকির সমস্যা
- FB
- TW
- Linkdin
চুল পড়া থেকে খুশকির সমস্যায় ভোগেন সকলেই। সব ঋতুতেই দেখা দেয় এই সমস্যা। সমস্যা থেকে মুক্তি পেতে নিয়মিত চুলের যত্ন চলে। শ্যাম্পু, কনডিশনার, হেয়ার প্যাকের ব্যবহার করে থাকি সকলেই। কিন্তু, সব সময় যে লাভ হয় এমন নয়। চুলের যত্ন নিতে এবার ব্যবহার করুন রসুন।
রসুনে থাকা একাধিক উপাদান চুলের জন্য বেশ উপকারী। এতে থাকে অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান। যার গুণ খুশকি দূর হয়। সঙ্গে চুলের পুষ্টি জোগাতে বেশ উপকারী রসুন। আজ জেনে নিন কীভাবে বানাবেন রসুনের হেয়ার প্যাক। হেয়ার প্যাক ও হেয়ার মাস্ক দুইই বানাতে পারেন।
রসুন ও অলিভ অয়েল দিয়ে মাস্ক বানাতে পারেন। যা খুশকি দূর করতে বেশ উপকারী। একটি পাত্রে ২ টেবিল চামচ রসুনের তেল নিন। তার সঙ্গে মেশান ৫ টেবিল চামচ অলিভ অয়েল। ভালো করে মিশিয়ে এই তেল স্ক্যাল্পে লাগান। অন্তত ৫ মিনিট মাসাজ করুন। তারপর ২০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন।
রসুনের তেল ও নারকেল তেল দিয়ে মাসাজ করতে পারেন। একটি পাত্রে ২ টেবিল চামচ রসুনের তেল নিন। তার সঙ্গে মেশান ৪ টেবিল চামচ নারকেল তেল। ভালো করে মিশিয়ে এই তেল স্ক্যাল্পে লাগান। অন্তত ৫ মিনিট মাসাজ করুন। তারপর ২০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন।
রসুন বাটা ও দই দিয়ে প্যাক বানাতে পারেন। একটি পাত্রে ২ টেবিল চামচ রসুন বাটা নিন তার সঙ্গে মেশান ৫ টেবিল চামচ দই। এতে অল্প পরিমাণ জল ও নারকেল তেল দিয়ে ভালো করে মেশান। মিশ্রণটি স্ক্যাল্পে লাগান। তারপর ২০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন।
ব্যবহার করুন রসুন ও অ্যালোভেরা জেল দিয়ে প্যাক বানান। একটি পাত্রে ২ টেবিল চামচ রসুনের রসের সঙ্গে মেশান ৪ টেবিল চামচ অ্যালোভেরা জেল মেশান। ভলো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি স্ক্যাল্পে লাগান। তারপর ২০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। দূর হবে খুশকির সমস্যা।
রসুন, মধু ও লেবুর রস দিয়ে বানাতে পারেন প্যাক। একটি পাত্র ২ টেবিল চামচ রসুনের তেল, ১ টেবিল চামচ মধু, ২ টেবিল চামচ লেবুর রস ও অল্প পরিমাণ নিয়ে ভালো করে মেশান। লো করে মিশিয়ে এই তেল স্ক্যাল্পে লাগান। অন্তত ৫ মিনিট মাসাজ করুন। তারপর ২০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন।
খুশকির সমস্যায় কম-বেশি সকলেই আমরা ভুক্ত ভোগী। সমস্যা থেকে বাঁচতে কেউ কেউ বাজার চলতি প্রোডাক্ট ব্যবহার করেন, তো কেউ পার্লারের (Parlour) গিয়ে হেয়ার স্ট্রিটমেন্ট করান। গ্যাঁটের কড়ি খরচ করে সব সময় যে লাভ হয় এমন নয়। এবার ব্যবহার করুন ঘরোয়া মাস্ক।
অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদানে পরিপূর্ণ রসুন চুলের জন্য বেশ উপকারী। এটি শুধু খুশকি দূর করে এমন নয়, সঙ্গে রসুনের গুণে দূর হয় চুলের সকল সমস্যা। এবার থেকে রসুন দিয়ে তৈরি এই সকল প্যাক ব্যবহার করুন। সহজে উপকার পাবেন।
সৌন্দর্য অনেকটাই নির্ভর করে চুলের ওপর। পোশাকের সঙ্গে মানানসই হেয়াল স্টাইল না করলে পুরো সাজটাই মাটি। তেমনই হেয়ার স্টাইল তখনই পারফেক্ট হবে, যখন চুল সুন্দর হবে। এবার পারফেক্ট লুক পেতে সবার আগে চুলের যত্ন নিন। দূর করুন চুলের এই সকল সমস্যা। খুশকির সমস্যা থাকলে রসুনের সাহায্যে দূর করুন সেই সমস্যা।