বর্ষায় মশার জ্বালাতন! ৭ প্রাকৃতিক টোটকায় রোগমুক্ত থাকুন
| Published : Aug 08 2019, 01:22 PM IST / Updated: Aug 08 2019, 02:08 PM IST
বর্ষায় মশার জ্বালাতন! ৭ প্রাকৃতিক টোটকায় রোগমুক্ত থাকুন
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
17
ইউক্যালিপ্টাস ও লেবু- সামান্য নারকেল তেলে সমান পরিমাণে ইউক্যালিপ্টাস তেল ও লেবুর রস মিশিয়ে নিন। এই তেল গায়ে মাখুন।
27
কর্পূর- একটি পাত্রে কর্পূর জ্বালিয়ে ঘরের দরজা জানলা বন্ধ করে রাখুন আধ ঘণ্টা। এই গন্ধে মশা, মাছি ও অন্যান্য পোকামাকড়ও পালাবে।
37
কফি বীজ- কফি বীজ ব্যবহার করার পরে জমা জলের উপরে ছড়িয়ে দিন। নিমেষে মশার বংশ পালাবে।
47
সিট্রোলা অয়েল- জলের সঙ্গে মিশিয়ে নিন সিট্রোলা অয়েল। এবার সেটি ঘরে স্প্রে করে নিন। পালাবে সমস্ত পোকামাকড়া।
57
ড্রাই আইস- ড্রাই আইস থেকে যে কার্বন ডাই অক্সাইড নির্গত হয় তা মশাদের খুব পছন্দের। তাই ঘরের কোণে একটি পাত্রে এটি রেখে দিন।
67
রসুন- হাতের কাছে কিছু না পেলে রসুনের কয়েকটি কোয়া মিনিট কয়েক জলে ফুটিয়ে নিন। সেই জল স্প্রে করে দিন সারা ঘরে।
77
তুলসি- বাড়িতে তুলসি গাছ লাগান। এই পাতার গন্ধে মশা আসে না। প্রয়োজনে তুলসি তেল মাখুন।