- Home
- Lifestyle
- Lifestyle Tips
- আখের গুড় না খেজুরের গুড়, শীতের পিঠেপুলি পাতে পড়ার আগে চিনে নিন খাটি গুড়
আখের গুড় না খেজুরের গুড়, শীতের পিঠেপুলি পাতে পড়ার আগে চিনে নিন খাটি গুড়
শীতকাল মানেই গুড়ের আগমন। গুড় অনেক রকমের হয়। ঝোলা গুড়, পাটালি গুড়, আখের গুড়, খেজুরের গুড়, নলেন গুড়, তালপাটালি আরও বিভিন্ন রকমের গুড় পাওয়া যায়। বাঙালির গুড় ভীষণ প্রিয়। চিনির থেকে গুড় স্বাস্থ্যের জন্য অনেকটা ভাল। শরীর স্বাস্থ্য ঠিক রাখতে অনেকেই নিয়মিত গুড় খেয়ে থাকেন। এখন প্রায় সারাবছরই প্রায় গুড় পাওয়া যায়। কিন্তু শীতকালে গুড় যেন অনেকটাই আলাদা। কিন্তু গুড় কিনতে যাবার পরই এত গুড় দেখে আমরা কেমন যেন ভ্যাবাচাকা খেয়ে যাই। এখন গুড়ের মধ্যেও প্রচুর ভেজাল বেরিয়ে গেছে। শীতের পিঠেপুলি পাতে পড়ার আগে ভাল গুড় কেনার সময় কী দেখে বুঝবেন আসল না নকল, জেনে নিন তার সহজ উপায়।
| Published : Jan 05 2021, 05:46 PM IST
আখের গুড় না খেজুরের গুড়, শীতের পিঠেপুলি পাতে পড়ার আগে চিনে নিন খাটি গুড়
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
15
গুড় কেনার সময় রং অবশ্যই দেখে কিনুন। বেশিরভাগ ক্ষেত্রেই দর্শনেই গুণ বিচার করা যায়। শুদ্ধ ভাল গুড়ের গাঢ় বাদামি রং হয়ে থাকে। হলদেটে গুড় দেখলেই বুঝবেন তাতে রাসায়নিক কিছু মেশানো আছে।
25
গুড় কেনার সময় একটু টিপে দেখে নেবেন। গুড় যত শক্ত হবে ততই ভাল। শক্ত গুড়ে অন্যান্য সামগ্রী মেশানোর সম্ভাবনা অনেকটাই কম থাকে।
35
গুড় কেনার সময় তা অবশ্যই চেখে দেখে নেবেন। যদি তাতে একটু নোনতা স্বাদ পান তাহলেই বুঝবেন তাতে কিছু মেশানো রয়েছে। এই ধরনের গুড় যত পুরোনো হবে তত তাতে নুনের মাত্রা বেশি হবে।
45
যদি গুড়ের স্বাদ একটু তেতো হয় তাহলে বুঝবেন সেই গুড় বেশি ফাটানো হয়েছে। আর তাতে অন্য শর্করা মেশানো হয়েছে।
55
গুড় কেনার সময় খেয়াল করবেন তার কিছু অংশ স্ফটিকের মতো কিনা। যদি গুড়ে স্ফটিকের মতো অংশ থাকে তাহলেই বুঝতে হবে মিষ্টি বাড়ানোর জন্য তাতে কিছু মেশানো হয়েছে।