- Home
- Lifestyle
- Lifestyle Tips
- মারুতি সুজুকি নেক্সা নিয়ে এল নতুন প্রিমিয়াম এমপিভি এক্সএলসিক্স ছয় সিটার গাড়ি
মারুতি সুজুকি নেক্সা নিয়ে এল নতুন প্রিমিয়াম এমপিভি এক্সএলসিক্স ছয় সিটার গাড়ি
সম্প্রতি মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড বাজারে নিয়ে এল মারুতি সুজুকি নেক্সা, সিক্স সিটার নিউ প্রিমিয়াম। উন্নতমানের বিলাসবহুল এই গাড়িটি বর্তমানে দেশজুড়ে মারুতি সুজুকি-র প্রায় সমস্ত শোরুমেই পাওয়া যাবে।
16

মারুতি সুজুকি ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কিনিচি আইয়ুকাওয়া জানিয়েছেন গ্রাহকের চাহিদার কারনেই আরও উন্নতমানের করা হয়েছে এই গাড়িটি।
26
মাত্র ১১ হাজার টাকার টোকেন মানিতেই বুকিং করতে পারবেন সিক্স সিটার নিউ প্রিমিয়াম এই গাড়িটি
36
প্রধান নির্বাহী কর্মকর্তা কিনিচি আইয়ুকাওয়া জানিয়েছেন, এই গাড়ির স্টাইল, গাড়ির ভেতরের জায়গা, সুরক্ষা, আরামদায়ক সিট সমস্ত বিষয় নিঁখুতভাবে পরীক্ষা করার পরেই ব্যবহার করা হয়েছে
46
গাড়ীর সামনের দিকে আছে ইন্নতমানের ডিআরএল সহ এলইডি হেডল্যাম্পস, অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে সহ স্মার্টপ্লে ইনফোটেইনমেন্ট সিস্টেম
56
এছাড়াও মারুতি সুজুকি নেক্সার নতুন এই মডেলে আছে শীততাপ নিয়ন্ত্রিত, মাল্টি-ইনফো ড্রাইভারের ডিসপ্লে এবং এর সঙ্গে থাকছে পাওয়ার উইন্ডোর ব্যবস্থাও
66
৪৫ লিটার ফুল ট্যাঙ্কের এই গাড়িটিতে থাকছে অটো কন্ট্রোল সহ ক্রুজ কন্ট্রোলেরও সুবিধা।
Latest Videos