রোজ তিন গ্লাস হালকা গরম জলেই কেল্লাফতে, যাবতীয় রোগ পালাবে শরীর ছেড়ে
| Published : Aug 12 2021, 11:08 PM IST
রোজ তিন গ্লাস হালকা গরম জলেই কেল্লাফতে, যাবতীয় রোগ পালাবে শরীর ছেড়ে
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
110
প্রতিদিন ২-৩ লিটার জল অবশ্যই সকলের খাওয়া উচিৎ। আর তার সঙ্গে যদি তিন গ্লাস ঈষদুষ্ণ গরম জলও রাখা যায় প্রতিদিনের ডায়েটে তাহলে কিন্তু অনেকরকম রোগের উপশম ঘটে।
210
খুব সাধারণ এই নিয়ম শরীরকে সুস্থ রাখবে, নানা রোগ ব্যাধি প্রতিহত করবে। প্রতিদিন মাত্র তিন গ্লাস হালকা গরম জলই দেখাবে ম্যাজিক।
310
ওজন কমে যাবে টানা তিন মাস প্রতিদিন অন্তত ৩ গ্লাস করে গরম জল খেয়ে দেখুন । তফাৎটা আপনি নিজেই বুঝতে পারবেন ।ওজন কমানোর জন্য এতদিন হয়তো অনেক কিছুই ট্রাই করেছেন । কিন্তু কাজের কাজ কিছুই হয়নি । তিন গ্লাস গরম জলে কিন্তু কাজ হবে।
410
joint pain
510
ঘুম ভাল হবে সম্প্রতি গবেষণায় দেখা গিয়েছে , রাতের বেলে ঘুমোতে যাওয়ার আগে গরম জল খেলে তা চিন্তা কমাতে ভীষণ সাহায্য করে। কারণ গরম জল খেলে স্নায়বিক উত্তেজনা কমে। এবং স্নায়ুও শিথিল থাকে। যার ফলে নিশ্চিন্তে ঘুম ভাল হয়।।
610
drinking water
710
heart health
810
রক্ত চলাচল আপনার শরীরে রক্ত চলাচল সচল রাখে গরম জল। ফলে শরীর অনেক সুস্থ আর সতেজ থাকে।
910
hair spray
1010
constipation