রয়েছে প্রচুর শূণ্যপদ, কর্মী নিয়োগ শুরু করছে PNB, অনলাইনেও করা যাবে আবেদন
- FB
- TW
- Linkdin
সিনিয়র ম্যানেজার (ক্রেডিট)- এই পদের জন্য ৩ বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক। সিএ বা আইসিডব্লুএ বা এমবিএ অথবা ফিনান্স স্পেশালাইজেশনে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। শূন্যপদ ৫০টি।
ম্যানেজার (ক্রেডিট)- কমার্শিয়াল ক্রেডিটে এক বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার মিলবে। সিএ বা আইসিডব্লুএ বা এমবিএ অথবা ফিনান্স স্পেশালাইজেশন সহ ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকা বাধ্যতামূলক। শূন্যপদ ২০০টি।
ম্যানেজার (আর্কিটেক্ট)- রেসিডেন্সিয়াল প্রকল্পের প্ল্যানিং, ডিজাইন-শ সুপার ভাইজার হিসাবে ১ বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক। কাউন্সিল অফ আর্কিটেকচারে বৈধ রেজিস্ট্রেশন থাকা বাধ্যতামূলক। অটো ক্যাডের পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে সরকারি বিধিগুলি সম্পর্কে অবগত থাকা জরুরি। শূন্যপদের সংখ্যা সাধারণদের জন্য ১টি ও ওবিসিদের জন্য ১টি।
ম্যানেজার (সিভিল)- ৬০ শতাংশ নম্বর নিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বি-ই বা বি-টেক ডিগ্রি থাকা বাধ্যতামূলক। সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শূন্যপদ ৮টি।
ম্যানেজার (ল)- স্নাতকে ৬০ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক। ব্যাঙ্কের ল বিভাগে ২ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। ৫ বছরের ইন্টিগ্রেটেড কোর্স থাকলে আবেদন করতে পারবেন। শূন্যপদ ২৫টি।
ম্যানেজার (ট্রেজারি)- ফিনান্স স্পেশালাইজেশন-সহ এমবিএ বা সমতুল ডিগ্রি থাকা বাধ্যতামূলক। ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শূন্যপদ ৩০টি।
ম্যানেজার (ইকোনমিক)- ৬০ শতাংশ নিয়ে ইকোনমিক্স এ স্নাতক ডিগ্রি থাকা বাধ্যতামূলক। সংশ্লিষ্ট ক্ষেত্রে অফিসার হিসাবে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শূন্যপদ ১০টি।
ম্যানেজার (এইচ আর)- পার্সোনেল ম্যানেজমেন্ট বা ইন্ডাস্ট্রিয়াল রিলেশন বা এইচ আর বা এইচ আর ডি বা লেবার ল বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ডিগ্রি থাকা বাধ্যতামূলক। সংশ্লিষ্ট ক্ষেত্রে অফিসার হিসাবে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শূন্যপদ ১০টি।
ম্যানেজার (রিস্ক)- ম্যাথেমেটিক্স বা ইকোনমিক্স বা স্ট্যাটেস্টিক্স এ স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকা বাধ্যতামূলক। রিস্ক ম্যানেজমেন্ট:এর বিশেষ শংসাপত্র থাকলে মিলবে অগ্রাধিকার। ফিনান্সে স্পেশালাইজেশন থাকলেও আবেদন করা যাবে। ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে সমস্ত ক্ষেত্রেই। ১ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। শূন্যপদ ১৬০।
সিনিয়র ম্যানেজার (রিস্ক)- ম্যাথেমেটিক্স বা ইকোনমিক্স বা স্ট্যাটেস্টিক্সে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকা বাধ্যতামূলক। পার্টনার রিলেশনশিপ ম্যানেজমেন্ট বা ফিনান্সিয়াল রিস্ক ম্যানেজমেন্ট থাকলেও আবেদন করা যাবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। শূন্যপদ ৪০টি।