- Home
- Lifestyle
- Lifestyle Tips
- মালাইয়ের মত ত্বক, রূপের পাশাপাশি স্টানিং স্কিনেও নজর কাড়ছেন সানি, রহস্যটা কি
মালাইয়ের মত ত্বক, রূপের পাশাপাশি স্টানিং স্কিনেও নজর কাড়ছেন সানি, রহস্যটা কি
- FB
- TW
- Linkdin
পর্দায় পা রাখার পর থেকে যেন জনপ্রিয়তা আরও তুঙ্গে উঠেছে সানি লিওনের। অতীত ফেলে এখন তিনি বি-টাউনের অন্যতম অভিনেত্রী।
যেমন লুক, তেমনই তাঁর স্টাইল স্টেটমেন্ট। নয়া লুকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলেন তিনি মাঝে মধ্যেই।
যেমন রূপ ঠিক তেমনই তাঁর ত্বক। এই অপরূপ সৌন্দর্যের রহস্য কী, জানতে আগ্রহী সকলেই। এবার সেই রহস্যই ফাঁস করলেন সানি।
কীভাবে তিনি নিজের ত্বককে ঠিক রাখেন, শরীর চর্চাই বা করেন কীভাবে, ঘন ঘন পার্লার যাওয়া, নাকি ঘরোয়া রূপ চর্চা, নিজেই জানালেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খোলেন সানি লিওন। তিনি জানান, যে ত্বক নিয়ে তিনি বড় বেশি যত্নশীল।
রূপচর্চা নিয়ে কোনো রকমের আপস নয়। আয়ুর্বেদিক, ঘরোয়া টিপসেই বেশি বিশ্বাস করেন সানি লিওন।
কোনও বিশেষজ্ঞের পরামর্শ নিলেও তা দুবার খতিয়ে দেখা উচিত। সানি স্পষ্টই জানান যে অধিকাংশ সময়ই বিশেষজ্ঞের পরামর্শ সঠিক হয় না। যার ফলে সমস্যার মুখে পড়তে হয় অনেককেই।
যদিও বা কোনও বিশেষজ্ঞের মতামতের প্রয়োজন হয়, তবে নিঃসন্দেহে তা দুবার যাচাই করে দেখে নেওয়া উচিত।
দামি প্রডাক্ট মানেই যে তা খুব উপকারী হবে, এই ধারনা ভূল। ত্বককে ঠিক রাখার জন্য ভেষজ পদ্ধতি সব থেকে বেশি কার্যকরি।
ফলে বোঝাই যা যে সানি খুব একটা ত্বক নিয়ে পার্লার মুখি নন। মাঝে মধ্যে টাচআপ প্রয়োজন হলেও ঘরোয়া পদ্ধতিতেই বিশ্বাস রাখেন তিনি।