চোখে দিন রঙের ছোঁয়া, রইল ১০টি আই মেকআপের হদিশ, বদল করুন চোখের সাজ
- FB
- TW
- Linkdin
ব্রাউন, গোল্ডেন আই শ্যাডো দিয়ে এই মেকআপ করা হয়। সঙ্গে প্রয়োজন লাইনার, মাস্কারা ও সরু ব্রাশ প্রয়োজন। চোখের দুই কোণায় ঘয়েরি আর মাঝে দিন সোনালী রঙের শ্যাডো। ভালো করে দুটো রঙ মেশান। চোখে সরু করে আই লাইনার লাগান আর দিন মাস্কারা। সুন্দর করে ফুটিয়ে তুলুন ব্রাউন ও গোল্ড সফট আই মেকআপ।
স্মোকি আই এখন ফ্যাশনে ইন। ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে বেশ মানায় স্মোকি আই। নুড, ব্রাউন আর কালো আই শ্যাডো লাগবে এই স্মোকি আই করতে। সঙ্গে মাস্কারা ও আই লাইনার প্রয়োজন। প্রথমে নুড রঙের আইশ্যাডো লাগান। চোখের ওপরের সঙ্গে নীচের অংশে শ্যাডো লাগান। তার ওপর খয়েরি রঙের আইশ্যাডো। চোখের কানার দিকে লাগান কালো আইশ্যাডো। এবার সরু করে আইা লাইনার লাগান। মাস্কারা লাগান একটু গাঢ় করে।
কোনও বিয়ের অনুষ্ঠানে যাওয়ার থাকলে করতে পারেন গোল্ড ফেস্টিভাল আই। এর জন্য প্রয়োজন সোনালী রঙের আই শ্যাডো। কালো আই পেন্সিল, মাস্কারা ও লাইনার। প্রথমে চোখের পাতার ওপরের দিকের মাঝের অংশ বাদ দিয়ে চারদিকে কালো আই পেনসিন গিয়ে এঁকে নিন। এর ওপর দিন সোনালি আই শ্যাডো। ভালো করে যেন মেশে সেদিকে খেয়াল রাখুন। এবার মোটা করে লাইনার ও মাস্কারা লাহান। তৈরি গোল্ড ফেস্টিভাল আই।
দিনের বেলার অনুষ্ঠানের চোখের মেকআপ নিয়ে অনেকেই চিন্তিত। নুড আইশ্যাডো, সফট পিচ আইশ্যাডো। প্রথমে নুড রঙের আইশ্যাডো লাগান। তার ওপর লাগান পিঙ্ক আইশ্যাডো দিন। এবার একটু মোটা করে লাইনার লাগান। সঙ্গে দিন মাস্কারা।
পার্টিতে সকলের নজর কাড়তে হলে করুন ব্রু আই শ্যাডো মেকআপ। কালো পোশাকের সঙ্গে এই মেকআপ বেশ মানায়। হালকা, ও গাঢ় দুটি রঙের আই শ্যাডো প্রয়োজন। চোখের পাতার শুরুর দিকে হালকা শ্যাডো দিন আর শেষের কোনার দিকে দিন ডিপ ব্লু রঙ। এবার সাদা আই লাইনার দিন চোখের তলার পাতায়। শেষে লাগান লাইনার ও মাস্কারা।
রোজ গোল্ড রঙের শ্যাডো দিয়ে আঁকুন রোজ গোল্ড আই মেকআপ। রাতের অনুষ্ঠানের জন্য এই আইশ্যাডো বেশ মানাবে। এক্ষেত্রে নুড আইশ্যাডো দিয়ে বেস করুন। তার ওপর লাগান রোজ গোল্ড আই শ্যাডো। শেষে সরু করে লাইনার লাগান।
নীল রঙের আই লাইনার দিয়ে করুন এই মেকআপ। যে কোনও রাতের অনুষ্ঠানের জন্য পারফেক্ট ব্লু উইক্স লাইনার। এই মেকআপ করতে ব্রোঞ্জ রঙের আইশ্যাডো আর নুড রঙের শ্যাডো দরকার। প্রথমে চোখে নুড রঙ শ্যাডো লাগান। এরপর ভ্রু-র নীচের অংশে হালকা করে দিন ব্রোঞ্জ শ্যাডো। চোখে মোটা করে লাগান ব্রু আই লাইনার। এই ব্রু আই লাইনার দিয়ে উইংস।
সকলের নজর কাড়তে করে ফেলুন মারমেড আই মেকআপ। প্রথমে চোখে দিন নুড আইশ্যাডো। তারওপর দিন হালকা ব্রাউন শ্যাডো। এবার শুরুর দিকে অর্ধেক অংশে দিন গোল্ডেন শ্যাডো আর শেষের অংশে আকাশি রঙের শ্যাডো। শেষে সরু করে আই লাইনা লাগান। আপনার মারমেড আই মেকআপ নজর আসবে সকলের।
কোনও পার্টির নিমন্ত্রণ থাকলে করতে পারেন ব্ল্যাক ও সিলভার স্মোকি আই মেকআপ। সিলভার আর কালো রঙের আইশ্যাডো দিয়ে এই মেকআপ করুন। স্মোকি আই করার সময় গাঢ় করে কাজল ও লাইনার দেবেন। এতে মেকআপ আরও ভালো ফুটে উঠবে।
করতে পারেন কপার আই মেকআপ। গোল্ড, ব্রাউন ও কপার এই তিন রঙের শ্যাডোর সাহায্যে এই মেকআপ করা সম্ভব। এক্ষেত্রে বেস করুন গোল্ডেন রঙ দিয়ে। তার ওপর ব্রাউন ও কপার রঙের শ্যাডো দিন। রাতের অনুষ্ঠানের জন্য পারফেক্ট হল কপার আই মেকআপ।