ফাঁস হয়ে গেল কোটি কোটি গ্রাহকের এটিএম তথ্য, আপনারটা সুরক্ষিত তো
বেশ কয়েকদিন ধরে ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা একের পর এক উঠে আসছে। এটিএম জালিয়াতির দুর্ভোগে পড়েছিলেন হাজারো হাজারো মানুষ। আবারও কোটি কোটি মানুষ এই জালিয়াতির শিকার হচ্ছে। বাড়িতে বসেই আততায়ীরা লুট করে নিচ্ছেন হাজার হাজার টাকা। কিন্তু বিপদ এখনও কাটেনি। এতদিন ধরে হাজার হাজার টাকা নিয়ে গ্রাহকদের বোকা বানিয়েছে দুষ্কৃতিরা। অনলাইনের মধ্যে প্রতারণার শিকার হয়েছে লক্ষ লক্ষ মানুষ। আবারও ফাঁস হয়ে গেল কোটি কোটি গ্রাহকদের তথ্য। কিন্তু কীভাবে, জেনে নিন বিশদে।
| Published : Jan 30 2020, 01:18 PM IST
ফাঁস হয়ে গেল কোটি কোটি গ্রাহকের এটিএম তথ্য, আপনারটা সুরক্ষিত তো
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
110
এটিএম এমন একটা জিনিস যা প্রত্যেকেরই কাজে লাগে। এটি ছাড়া একমুহূর্ত আমরা যেন চলতে পারি না।
210
কিন্তু যত দিন যাচ্ছে এটিএম-এর দ্বারা প্রতারণার শিকার হচ্ছে গ্রাহকরা।
310
এটিএম জালিয়াতির দুর্ভোগে পড়েছে কোটি কোটি মানুষ।
410
জালিয়াতির ক্ষেত্রেও নতুন পথ অবলম্বন করেছে আততায়ীরা।
510
হাজার হাজার দোকান থেকে ক্রেডিট ও ডেবিট কার্ডের তথ্য ফাঁস হয়ে যাচ্ছে।
610
এই ঘটনাকে দেশের বৃহত্তম হ্যাকিংয়ের ঘটনা বলে দাবি করা হয়েছে।
710
বিখ্যাত মার্কিন সংস্থা ওয়াওয়া-র গ্রাহকদের ব্যাঙ্কিক তথ্য হ্যাক হয়ে গিয়েছে।
810
চুরি হওয়া সমস্ত তথ্য অনলাইনে এক সংস্থার কাছে জমা দিয়েছে হ্যাকারকা।
910
অনলাইনের মধ্যে প্রতারণার শিকার হয়েছে লক্ষ লক্ষ মানুষ।
1010
কমপক্ষে ৩ কোটিরও বেশি গ্রাহকের ডেবিট ও ক্রেডিট কার্ডের সমস্ত তথ্য বিক্রি করা হয়েছে।