- Home
- Lifestyle
- Lifestyle Tips
- ঠোঁটের গাঢ় লিপস্টিক পলকে ফিকে, এবার এই ঘরোয়া টিপসেই বাড়িয়ে তুলুন আকর্ষণ
ঠোঁটের গাঢ় লিপস্টিক পলকে ফিকে, এবার এই ঘরোয়া টিপসেই বাড়িয়ে তুলুন আকর্ষণ
লিপস্টিক পছন্দ করেন না এমন মহিলা খুব কমই দেখা যায়। পোশাকের সঙ্গে সমঞ্জস্য রেখে সঠিক রং-এর লিপস্টিক ব্যবহার করতে পারলে, সৌন্দর্য বেড়ে যায়। তবে অনেকেই গাঁঢ় রং-এর লিপস্টিক লাগাতে সাহস পান না।
| Published : Jul 15 2021, 12:06 PM IST
- FB
- TW
- Linkdin
একটু অন্যরকম হলেই পুরো সাঁজটাই বিগড়ে যাওয়ার ভয় থাকে। কিন্তু তাই বলে কী গাঁঢ় লিপস্টিক আপনার মেকআপ বক্স থেকে বাদ পরবে? কোনও মতেই নয়। কিছু কিছু নিয়ম মানলেই গাঁঢ় লিপস্টিকে আপনার ঠোঁট অন্যদের নজর কাড়বে।
গাঁঢ় লিপস্টিক সমান ভাবে ঠোঁটে বসানো দরকার। তাই আগে ঠোঁটে লিপ বাম লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। শুকিয়ে গেলে লিপস্টিক লাগান। এতে রং সঠিক ভাবে ঠোঁটে বসবে।
সব সময় ত্বকের রং অনুযায়ী লিপস্টিকের রং বেছে নেওয়া উচিৎ। গায়ের রং একটু চাপা হলে অনেক গাঁঢ় রং-এর লিপস্টিক মানিয়ে যায়। তবে খুব বেশি ফরসা রং হলে ঠিক কোন রং আপনাকে মানাচ্ছে তা দেখে নেওয়া প্রয়োজন। মাথায় রাখবেন মুখ যেন খুব বেশি ফ্যাকাশে না লাগে।
ঠোঁটের রং যখন গাঁঢ় তখন চোখের রং যেন একটু হালকা হয়। তবেই মুখের সামঞ্জস্য বজায় থাকবে। চোখে ও ঠোঁটে গাঁঢ় রং থাকলে একটু চোকে লাগতে পারে। তাই ঠোঁটে গাঁঢ় লিপস্টিক ব্যবহার করলে অবশ্যই চোখের মেকআপ একটু হালকা করার চেষ্টা করুন।
গাঁঢ় লিপস্টিক পড়লে তাঁর সঙ্গে সামঞ্জস্য রেখে পোশাক পরাটাও জরুরি। ঠোঁটে গাঁঢ় রং থাকলে চেষ্টা করবেন একটু লাইট রং-এর পোশাক পড়তে। তবেই সবার নজর কাড়বেন আপনি।
লিপস্টিক লাগানোর আগে ঠোঁটে স্ক্রাব ব্যবহার করুন। এতে খুব সহজেই ঠোঁটের মৃত চামরাগুলো উঠে যাবে। না হলে গাঁঢ় রং-এর লিপস্টিক পড়লে ওই মৃত চামরাগুলো জেগে উঠত। যা দেখতে মোটেও ভালো লাগবে না।