- Home
- Lifestyle
- Lifestyle Tips
- মাত্র তিন দিনে তুলে ফেলুন মুখের কালচে দাগ-ট্যান, বাড়িতে থাকা মুসুর ডালের ম্যাজিক জানুন
মাত্র তিন দিনে তুলে ফেলুন মুখের কালচে দাগ-ট্যান, বাড়িতে থাকা মুসুর ডালের ম্যাজিক জানুন
- FB
- TW
- Linkdin
অনেকেই আছেন যাদের ত্বকে দীর্ঘদিন ধরে কালো ছোপ কিছুতেই উঠছে না। বা রোদে ট্যান পড়ে গিয়েছে।
দামী ক্রিম মেখে ও পালর্লারে গিয়ে সাময়িক স্বস্তি মিললেও আবারও ফিরছে ত্বকের কালচে ভাব।
এবার তাদের জন্যই রই এক ম্যাজিক। যা ঘরে বসেই আপনাকে ফিরিয়ে দিতে পারে সুন্দর ত্বক।
বাড়িতে মুসুর ডাল তো সকলেরই থাকে। এবার সেই ডাল দিয়েই ত্বকের কালচে ভাব কাটিয়ে তুলুন।
এর জন্য বানিয়ে ফেলতে হবে একটি প্যাক। সবার আগে যা করবেন তা হল কিছুটা শুকনো ডাল বেঁটে ফেলুন।
এবার তাতে লেবুর রস দিন এক চামত, বাকি এক চামচ জল দিয়ে প্যাকটি বানিয়ে ফেলুন। তা ঘষে নিন মুখে।
স্ক্রাবিং করা হয়ে গেলে এবার বানিয়ে ফেলুন একটি প্যাক। লাগবে অল্প হলুদ, সঙ্গে দুচামচ টকদই। সঙ্গে মধু।
এবার রাতে ভিজিয়ে রাখা মুসুর ডাল বেটে ফেলুন। সঙ্গে নিয়ে নিন দই ও মধু। আর সামান্য কাচা হলুন।
এক সঙ্গে মিশিয়ে এটি দিয়ে একচি প্যাক বানিয়ে ফেলুন। মুখে লাগিয়ে মিনিট ২০ রেখে দিন।
এরপর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। পর পর তিন দিন এই প্যাক লাগিয়ে নেবেন। দেখবেন তিন দিন থেকেই তফাৎ নিজেই বুঝতে পারছেন।