বিচ পার্টি থেকে প্রভাতফেরী, নয়া ডেস্টিনেশনে এবার রাঙিয়ে তুলল দোলযাত্রা
দোল উৎসবে এবার জমিয়ে ছুটি। সোমবার দোল, মঙ্গলবার হোলি। রবিবার থেকে ছুটি নিলেই শনিবার বেরিয়ে পড়া যাবে। ফলে এবারের রঙের উৎসবে মেতে উঠতে ডেস্টিনেশন পাল্টে ফেলা যেতেই পারে।
19

শান্তিনিকেতনঃ দোল মানেই এক কথায় শান্তিনিকেতন। দোল উৎসবের প্রাণ কেন্দ্রও বলা চলে। প্রতি বছর এখানে দু লাখের কাছাকাছি মানুষের ভিড় জমে।
29
দিঘাঃ বন্ধুদের সঙ্গে হুল্লোর পাশাপাশি বিচ পার্টি, দুইয়ের স্বাদ নিতে পৌঁচ্ছে যান দিঘা।
39
গোয়াঃ গোয়াতে সৈকতে রঙ খেলার মজাই আলাদা। সমুদ্রের পার এদিন হয়ে ওঠে রঙিন। জলের রঙ যায় বদলে।
49
বকখালিঃ বকখালি। হাতে যদি সময় কম থাকে তবে ঘুরে আসা যেতে পারে বকখালি থেকে। বন্ধুরা মিলে দোলের উপভোগ করুন ছুটি।
59
বৃন্দাবনঃ বৃন্দাবনেও দোল খেলা হয় মহাসমারহে। আবিরের রঙে এখানে এক আলাদা আমেজ।
69
মায়াপুরঃ শ্রীকৃষ্ণের স্থান মানেই সেখানে দোল উৎসবের আকর্ষণ সবার আগে। তাই প্রতি বছর মায়াপুরে নামে মানুষের ঢল।
79
নবদ্বীপঃ নবব্দীপে দোল উৎসব এক কথায় দেখার মত। হাজার হাজার ভক্তের ভিড় হয় এই স্থানে।
89
পুরীঃ পুরী সমুদ্রের ধারের চিত্রটাও দোলে একই থাকে। সঙ্গে যোগ দেয় জগন্নাথ দর্শনের সুখ।
99
চাঁদিপুরঃ উড়িষ্যার এই অঞ্চল এখন পর্যটকদের নতুন আকর্ষণ। এক রাত্রীর জন্য পৌঁছে যেতে পারেন এখানেও।
Latest Videos