- Home
- Lifestyle
- Relationship
- রিলেশন ব্রেকআপ হলেই এই বিশেষ ৫ কাজ করেন মেয়েরা, আপনিও কি রয়েছেন সেই তালিকায়
রিলেশন ব্রেকআপ হলেই এই বিশেষ ৫ কাজ করেন মেয়েরা, আপনিও কি রয়েছেন সেই তালিকায়
- FB
- TW
- Linkdin
প্রতিদিনের কাজের চাপের ফলে কেউ কাউকে সময় দিতে পারছে না। দুজনেই যে যার নিজের কাজে ব্যস্ত। আর তার থেকেই সম্পর্কে ফাটল, বিবাহ-বিচ্ছেদের মতো সমস্যা দানা বাঁধছে।
সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার পরও বেশিরভাগ মেয়েরাই এই বিশেষ কাজ করে থাকেন। তার মধ্যে হল সোশ্যাল মিডিয়ায় হানা। প্রাক্তন সিঙ্গল না কমিটেড তা জানার জন্য সর্বদাই মুখিয়ে থাকে মেয়েরাই।
ব্রেকআপ পরই বয়ফ্রেন্ডকে সমস্ত সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে ব্লক করে দেয় মেয়েরা। তারপরই ফের আনব্লক করে। যাতে ছেলেটির গতিবিধি তার ট্র্যাকে থাক।
ব্রেকআপ হতে না হতেই এমন এক প্রচেষ্টা থাকে মেয়েদের যেন তিনি সবথেকে খুশি মানুষ এই পৃথিবীর। অনেকে হয়তো সত্যিকারের খুশি থাকে। আবার কেউ কেউ পুরো বিষয়টি শো-অফ করার জন্য করে থাকে।
সোশ্যাল মিডিয়ায় এখনকার দিনে কম-বেশি সকলেই অ্যাক্টিভ, অনেকেই জানি এই বিষয়টি বেশি দেখানোর চেষ্টা করে। সেটা নিজের এক্স বয়ফ্রেন্ডকে দেখানোর জন্যই করে।
ব্রেকআপের পরই যেন মলম লাগাতে মেয়েদের পাশে সমস্ত বন্ধুরা চলে আসে। ঘুরতে যাওয়া থেকে আড্ডা-খাওয়া সবটাই যেন অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। কারণ প্রেম চলাকালীন বয়ফ্রেন্ডই সব আর ব্রেকআপ হলেই সমস্ত বন্ধুদের মনে পড়ে মেয়েদের।