সাবধান, উদ্দাম যৌনমিলনে বাড়ছে হার্ট অ্যাটাকের আশঙ্কা, আয়ু কমে যাচ্ছে ছেলেদের
First Published Feb 12, 2021, 3:23 PM IST
সুন্দরী মেয়ে দেখলেই অনেক পুরুষ যেন নিজেকে ঠিক রাখতে পারেন না। দেখা মাত্রই মনের ভিতরে জেগে ওঠে যৌন মিলনের ইচ্ছা। গবেষকরা আরও জানিয়েছেন, অনেক ছেলেদেরই সুন্দরী মেয়েদের কাছাকাছি এলেই হৃদকম্প শুরু হয়ে যায়। আর এর জন্য সময় লাগে মাত্র ৫ মিনিট। এর ফলে হৃদযন্ত্রের ক্ষতির সম্ভাবনা বেড়ে যায়। তবে শুধু হৃদযন্ত্রই নয়, এই হরমোনের সঙ্গে জড়িয়ে রয়েছে ডায়াবেটিসের মতো রোগও।

সুন্দরী মেয়েদের দেখলেই অনেক পুরুষ যেন নিজেকে ঠিক রাখতে পারেন না। দেখা মাত্রই মনের ভিতরে জেগে ওঠে যৌন মিলনের ইচ্ছা।

গবেষকরা আরও জানিয়েছেন, অনেক ছেলেদেরই সুন্দরী মেয়েদের কাছাকাছি এলেই হৃদকম্প শুরু হয়ে যায়। আর এর জন্য সময় লাগে মাত্র ৫ মিনিট।

ইতিমধ্যেই বেশ কয়েকজন পুরুষের উপর পরীক্ষা করে এই সিদ্ধান্তে এসেছেন গবেষকরা। পুরুষদের শরীরে কোর্ট্রিসল নামে একপ্রকার বিশেষ হরমোন থাকে। এই হরমোনই দায়ী এর পিছনে। এই হরমোন নিঃসরণ বেশি হলে হৃদযন্ত্রের ক্ষতির সম্ভাবনা বেড়ে যায়।

তবে শুধু হৃদযন্ত্রই নয়, এই হরমোনের সঙ্গে জড়িয়ে রয়েছে ডায়াবেটিসের মতো রোগও। এছাড়া বেশি পরিমাণে এই হরমোণ ক্ষরণ হলেই স্নায়ুর রোগও দেখা দিতে পারে।

অনেক পুরুষরাই আছেন ভার্চুয়ালি আনন্দ নিতে খুব পছন্দ করেন। হট এবং সেক্সি মেয়ে দেখলেই তাকে প্রথমে ম্যাসেজ করা, তারপর বন্ধুত্ব, সেখান থেকে ভিডিও কলে তাকে দেখেই নিজের তৃপ্তি মেটাচ্ছেন। আর এখানেই বড় বিপদ। দিনের পর দিন এসব চলতে থাকলে আপনি ভয়ঙ্কর রোগে আক্রান্ত হতে পারেন।
Today's Poll
অভিভাবক হিসাবে আপনার সন্তানের জন্য অনলাইনে কোন ক্লাসের এডুকেশনাল কনটেন্ট পেতে চান ?