- Home
- Lifestyle
- Relationship
- সুগন্ধের ম্যাজিকই বাড়িয়ে তুলবে মিলনের চাহিদা, ট্রাই করলেই ফল মিলবে হাতেনাতে
সুগন্ধের ম্যাজিকই বাড়িয়ে তুলবে মিলনের চাহিদা, ট্রাই করলেই ফল মিলবে হাতেনাতে
| Published : Apr 07 2020, 02:47 PM IST
সুগন্ধের ম্যাজিকই বাড়িয়ে তুলবে মিলনের চাহিদা, ট্রাই করলেই ফল মিলবে হাতেনাতে
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
18
মুহূর্তের মধ্যে মন ভাল করতে এবং সম্পর্কের মধ্যে উষ্ণতা বজায় রাখতে জুড়ি মেলা ভার এই সুগন্ধীর।
28
চন্দন- বহু দিন ধরেই চন্দন গ্রহণযোগ্যতা রয়েছে। বিভিন্ন কাজে এই চন্দন ব্যবহার করা হয়। চন্দনের এই গন্ধ যৌনতার ইচ্ছাটাকে অনেকগুণ বাড়িয়ে দেয়। তাই মিলনের আগে চন্দনের গন্ধে নিজেকে মাতিয়ে নিতে পারেন। যাতে খুব সহজেইন আপনার পার্টনার আকর্ষিত হতে পারে। গায়ে যে মাখতে হবে তেমনটাই নয়, ঘরেরও চন্দনের রুম স্প্রেও ব্যবহার করতে পারেন।
38
জুঁই- জুঁই -এর গন্ধ ভাল লাগে না এমন ব্যক্তিত্ব হাতে গোনা। জুঁই ফুলের গন্ধতে যৌনতার ইচ্ছা অনেকটাই বেড়ে যায়। তাই আপনার পছন্দ হলে অনায়াসেই এটা ট্রাই করতে পারেন।
48
কোকো- কোকোর গন্ধটাই ভীষণ বোল্ড। যৌনশক্তিতে আরও দ্বিগুণ বাড়িয়ে তুলতে অবশ্যই ট্রাই করুন এটি।
58
পেপারমিন্ট- পেপারমিন্টের ফ্রেশ গন্ধ পুরো পরিবেশটাকেই সতেজ করে দেয়। তাই চাইলে এটিও ব্যবহার করতে পারেন। নিজেকে এবং পার্টনারকে সতেজে রাখতে এর জুড়ি মেলা ভার।
68
লেবু- লেবু জাতীয় কোনও গন্ধ যদি আপনার পছন্দের তালিকায় থাকে তাহলে সেটাও ট্রাই করতে পারেন। লেবুর মধ্যে থাকা ফ্রেশ গন্ধ যৌন চাহিদা বাড়িয়ে তুলতে সাহায্য করে।
78
কস্তুরী- আদি কাল থেকেই সুগন্ধীর সঙ্গে যৌন মিলনের যোগ রয়েছে। কস্তুরীর গন্ধেও মিলনের পরিবেশ আরও গাঢ় হয়। এটিও ট্রাই করতে পারেন।
88
ল্যাভেন্ডার- ল্যাভেন্ডারের মিষ্টি গন্ধও যৌন উত্তেজনাকে বাড়িয়ে দেয়। যারা ল্যাভেন্ডার পছন্দ করেন তারা অবশ্যই মিলনের আগে ব্যবহার করুন।