- Home
- Lifestyle
- Relationship
- শরীর ও মন চাঙ্গা রাখতে পাতে রাখুন এই ৫ জিনিস, ম্যাজিকের মতোন কাজ করবে যৌনমিলনেও
শরীর ও মন চাঙ্গা রাখতে পাতে রাখুন এই ৫ জিনিস, ম্যাজিকের মতোন কাজ করবে যৌনমিলনেও
- FB
- TW
- Linkdin
কালো আঙুরঃ কালো আঙুর শরীরের জন্য কতটা উপকারী তা কম-বেশি সকলেরই জানা। গবেষণায় দেখা গিয়েছে, কালো আঙুর আপনার শরীরী উত্তেজনা বাড়াতে অনেক সক্ষম। কালো আঙুরের রস শরীরে প্রবেশ করলেই ম্যাজিকের মতোন কাজ শুরু করবে। প্রেমকে মজবুত করতে কালো আঙুরের জুরি মেলা ভার। প্রতিদিন খাবার পর পাতে রাখুন কালো আঙুর।
আদাঃ গলা ব্যথা, খুসখুসে কাশি হলেই সাধারণত আদার কথা সকলেরই মনে পড়ে। তবে শুধু হাচি-কাশিই নয়, যৌন উত্তেজনা বাড়াতে জুড়ি মেলা ভার আদার। সঙ্গমে লিপ্ত হওয়ার আগে মুখে পুড়ে নিন এক কুচি আদা। আর নিজেই ম্যাজিকটা দেখুন।
রসুনঃ স্বাস্থ্যের জন্য শুধু নয়, শারীরিক মিলনেও ভীষণ উপকারি এই রসুন। ব্যথা-বেদনা ছাড়াও এক কোয়া রসুনের মধ্যেই লুকিয়ে রয়েছে যৌনতার অন্য স্বাদ।
ব্রকোলিঃ ভিটামিন সি সমৃদ্ধ ব্রকোলিতে রয়েছে প্রচুর গুন। শুধু শরীরের জন্যই উপকারী নয়, বরং যৌনক্রিয়াকেও সঠিক পথে পরিচালনা করে এই ব্রকোলি। নিয়মিত খাবার পাতে ব্রকোলি খান। স্যালাড কিংবা রান্নায় ব্রকোলি রাখুন, আর নিজেই তফাতটা দেখুন।
লবঙ্গঃ প্রাচীনকাল থেকে যৌন চিকিৎসায় লবঙ্গের ব্যবহার বহুল প্রচলিত। বিশেষ করে পুরুষদের জন্য খুবই উপকারি এই লবঙ্গ।পুরুষদের শিথিলতা দূর করতে এটি একটি ভেষজ টোটকা। যৌনমিলনে লিপ্ত হওয়ার আগে একটি লবঙ্গ মুখে নিলেই আপনি টের পাবেন। তবে শুধু যৌনতা নয়, মুখের দুর্গন্ধ দূর করতেও কার্যকরী লবঙ্গ।