ব্রেক ডান্সে বুঁদ হবে এবার অলিম্পিক, জুটবে পদকও
First Published Dec 8, 2020, 1:52 PM IST
অলিম্পিকের ইতিহাসে ঐতিহাসিক সিদ্ধান্ত। অলিম্পিকিসের অন্তর্ভূক্ত হতে চলেছে ব্রেক ডান্স। ২০২৪ সালে প্যারি অলিম্পিক থেকে ব্রেক ডান্সারদেরও দেখা যাবে বিশ্বের সব থেকে বড় স্পোর্টিং ইভেন্টে। অলিম্পিক্স কমিটির এই সিদ্ধান্তে খুশি বিশ্ব জুড়ে ব্রেক ডান্সাররা।

ইন্টার ন্যাশানাল অলিম্পিক কমিটির কাছে পূর্বেই ব্রেক ডান্সকে অলিম্পিকের অন্তর্ভূক্ত করার জন্য আবেদন জানিয়েছিল ২০২৪ অলিম্পিকের আয়োজক প্যারিস।

দীর্ঘ আলোচনার পর অবশেষে অলিম্পিক্স কমিটি সিদ্ধান্ত নেয় যে ২০২৪ প্যারিস অলিম্পিক থেকে ব্রেক ডান্সকে অন্তর্ভূক্ত করা হবে। অলিম্পিক্সকে নতুন প্রজন্মের কাছে আরও আকর্ষণীয় করে তুলতেই এই সিদ্ধান্ত।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন