- Home
- Sports
- Other Sports
- 'বোনের' সঙ্গে সেক্স-বিয়ে, হয়েছেন বাবা, রেসিং ট্র্যাকে কতটা সফল এই রেসার, জানুন সেই কাহিনি
'বোনের' সঙ্গে সেক্স-বিয়ে, হয়েছেন বাবা, রেসিং ট্র্যাকে কতটা সফল এই রেসার, জানুন সেই কাহিনি
- FB
- TW
- Linkdin
মিগুয়েল অ্যাঞ্জেলো ফ্যালকো ডি অলিভিয়েরা একটি পেশাদার মোটো জিপি রেসার। নিজের রেসিং নিয়ে ব্যস্ত থাকেন তিনি। খেলার বাইরে নিজের ব্যক্তিগত জীবন নিয়েও ব্যস্ত থাকেন তিনি। তার স্ত্রী ও একটি সন্তান রয়েছে। তাদের নিয়ে সময় কাটাতে খুবই পছন্দ করেন এই মটোজিপি রেসার।
১৯৯৫ সালের ৪ঠা জানুয়ারি জন্মগ্রহণ করে মিগুয়েল অলিভিয়েরা। অলিভিয়ারার বাবাও একজন প্রাক্তন মোটরসাইকেল রেসার। তিনি সবসময় রেসিংয়ের প্রতি তার ছেলের ভালবাসাকে সমর্থন করেছেন। চেয়েছিলেন তার ছেলেও রেসার হোক। চার বছর বয়সে মিগুয়েলকে তার প্রথম কোয়াড-বাইক কিনে দিয়েছিলেন।
মিগুয়েল অলিভিয়েরা তার গ্র্যান্ড প্রিক্স রেসিং কেরিয়ারের সাথে সাথে ডেন্টিস্ট হওয়ার জন্য পড়াশোনা করছেন। পড়াশোনাতেও খুব ভালো ছিলেন অলিভিয়েরা। তবে ডাক্তারি পেশায় পরের দিকে আর তিনি যাননি। রেসিং তার নেশা হওয়ার সেটাকেই পেশা হিসেবে বেছে নেন।
অলিভিয়েরা হলেন প্রথম পর্তুগিজ রেসার যিনি ইতালিয়ান মোটরসাইকেল গ্র্যান্ড প্রিক্স জিতেছেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতে নজির গড়েছিলেন মিগুয়েল অলিভিয়েরা। তার পর শুভেচ্ছার জোয়ারে ভেসেছিলেন তিনি। বিশ্ব জুড়ে পরিচিতি হয়েছিল পর্তুগীজ মোটর সাইকেল রেসারেরে।
এছাড়াও মিগুয়েল অলিভিয়েরা ২০১৮ মটো ট্যু ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হয়েছিলেন। নিজের কেরিয়ারে একাধিক শিরোপা জিতেছেন মিগুয়েল অলিভিয়েরা। রেসিং দুনিয়ায় তার যথেষ্ট খ্যাতি রয়েছে।
নিজের কেরিয়ারে ২০১৫ ও ২০১৭, ২০১৮ সাল খুব বলে গিয়েছিল মিগুয়েল অলিভিয়েরার। ২০১৫ সালে ৬টি, ২০১৭ ও ২০১৮ সালে ৩টি করে রেস জিতেছিলেন পর্তুগিজ রেসার। তাছাড়াও নিজের দীর্ঘ রেসিং কেরিয়ারে অসংখ্য শিরোপা জিতেছেন তিনি।
কিন্তু রেসের মাঠে তার সম্প্রতি সময় খুব একটা ভালো যাচ্ছে না। শেষ কয়েকটি প্রতিযোগিতায় ভালো ফল করতে পারেননি তিনি। সেই কারণে ব়্যাঙ্কিংয়েও অনেকটা নীচেক দিকে নেমে এসেছেন তিনি। প্রত্যাশা অনুযায়ী ফল করতে না পারায় অনেকটাই হতাশ দেখায় তাকে।
তবে ভেঙে পড়ার পাত্র তিনি নন। ফের কঠোর অনুশীলন শুরু করেছেন তিনি। নিজের পুরোনো ফর্ম ফিরে পেতে বদ্ধপরিকর অলিভিয়েরা। সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় থাকায় নিজের অনুশীলনের নানা ছবি শেয়ার করে থাকেন অলিভিয়েরা। যেই ছবি মুহূর্তে ভাইরাল হয় ও লাইক ও কমেন্টের বন্যা বয়ে যায়।
২০১৭ সালে মিগুয়েল অলিভিয়েরা পর্তুগালে একটি মোটরসাইকেল রেসিং স্কুল শুরু করেন। ১০ থেকে ১৪ বছরের বয়সীদের মধ্যে থেকে প্রতিভা খুঁজে বের করে আনার জন্যই এই স্কুলটি চালু করেন তিনি। এখানে বাচ্চাদের বাইক রেসের আয়োজন করা হয়। এখান থেকে অনেক প্রতিভা উঠেও এসেছে।
মিগুয়েল অলিভিয়েরা নিজের রেসিংয়ের পাশাপাশি নিজের প্রেম কাহিনি নিয়ে সকলের চর্চার কেন্দ্রবিন্দুতে এসেছিলেন। তার বোন আন্দ্রিয়া পিমেন্টার সঙ্গে একই বাড়িতে থেকে ঘনিষ্ঠ সম্পর্ক ছিলেন তিনি। ১১ বছর ধরে বাড়ির ভিতরেই নিজের বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক চালিয়ে গিয়েছেন মিগুয়েল অলিভিয়েরা। বাড়ির কেউ জানতেও পর্যন্ত পারেনি তাদের সম্পর্কের কথা। ভাই-বোনের প্রেম এতটাই গভীরে পৌছেছিল যে সুযোগ পেলেই চলত উদ্দাম যৌনতা।
বিয়ের আগেই গর্ভবতী হয়ে পড়েন মিগুয়েল অলিভিয়েরার সৎ বোন। তারপর অবশেষে ২০১৯ সালে তারা তাদের ভালবাসার কথা সকলের সামনে স্বীকার করে। ২০২০ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ভাই-বোন। দুই পরিবারের উপস্থিতিতে হয় বিয়ে অনুষ্ঠান। তারপর তাদের একটি পুত্র সন্তানের জন্ম হয়।
নিজের পেশাগত জীবনের সঙ্গে কখনই ব্যক্তিগত জীবন মিশিয়ে ফেলেন না মিগুয়েল অলিভিয়েরা। খেলার মাঝে সময় পেলেই পরিবারকে সময়দের তিনি। নিজের সন্তান নিয়েও একা ঘুরতে বেরান মটো জিপি রেসার। একইসঙ্গে চালাচ্ছেন নিজের রেসিংয়ের অনুশীলনও। সুখী দাম্পত্য জীবন উপভোগ করছেন তিনি।