রূপো নয়, সোনা পেতে পারেন মীরাবাঈ চানু, জানুন কীভাবে
ভারত্তোলনে টোকিও অলিম্পিকে রূপো জিতে ইতিহাস তৈরি করেছেন মীরাবাঈ চানু। তার সৌজন্যেই পদক তালিকায় নাম তুলেছে ভারত। কিন্তু এবার চানুর রূপো বদলে যেতে পারে সোনায়। ইতিমধ্যেই তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
| Published : Jul 26 2021, 03:22 PM IST / Updated: Jul 26 2021, 08:19 PM IST
রূপো নয়, সোনা পেতে পারেন মীরাবাঈ চানু, জানুন কীভাবে
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
110
ভারোত্তলনে ৪৯ কেজি বিভাগে রূপো জিতে দেশকে গর্বিত করেছেন মীরাবাই চানু। সোনা জিতেছেন চিনের ঝিহুই হোউ।
210
স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে চিনের ঝিহুই হোউ ২১০ কেজি ভারোত্তোলন করেছিলেন। চানু করেছিলেন ২০২ কেজি।
310
কিন্তু এবার চানু রূপো বদলে যেতে পারে সোনায়। নেট মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই জল্পনা।
410
শুধু জল্পনা নয়, সত্যিই সম্ভাবনা রয়েছে চানুর সিলভার মেডেল গোল্ড হওয়ার। সৌজন্যে ডোপ টেস্ট।
510
ইতিমধ্যেই গেমস ভিলেজ ছেড়ে দেশে পাড়ি দিয়েছেন ভারতের রূপোর মেয়ে। সেই ছবিও শেয়ার করেছেন তিনি।
610
কিন্তু ৪৯ কেজি বিভাগে সোনা জেতা চিনের প্রতিপক্ষকে ভিলেজ ছাড়ার এখনও অনুমতি দেওয়া হয়নি।
710
এএনআইয়ের রিপোর্ট অনুযায়ী, আরও একবার ডোপ টেস্ট হবে চিনের ঝিহুই হোউয়ের। আর সেই ডোপ টেস্টে ব্যর্থ হলেই চানুর রূপো বদলে যাবে সোনায়।
810
অলিম্পিক্স চলার সময় এমন ডোপ পরীক্ষা হয়েই থাকে। সেখানেই নাম রয়েছে চিনা প্রতিযোগির।
910
1010
তবে যদি সত্যি তিনি ধরা পড়েন তাহলে নিয়ম অনুযায়ী তার পদক কেড়ে নেওয়া হবে। সেক্ষেত্রে সোনা পাবেন চানু।