- Home
- Sports
- Other Sports
- খোশ মেজাজা আড্ডা থেকে খাওয়া দাওয়া, প্যারালিম্পিক্সে পদক জয়ীদের সংবর্ধনা মোদীর, দেখুন ছবি
খোশ মেজাজা আড্ডা থেকে খাওয়া দাওয়া, প্যারালিম্পিক্সে পদক জয়ীদের সংবর্ধনা মোদীর, দেখুন ছবি
- FB
- TW
- Linkdin
এবার টোকিও প্যারালিম্পিক্সের ভারতীয় দলে সবথেকে অভিজ্ঞ প্লেয়ার ছিলেন দেবেন্দ্র ঝাঝারিয়া। এর আগে দুটি সোনা জিতেছেন তিনি। এবারও বয়সকে হার মানিয়ে রুপো জিতেছেন তিনি। তাকে আলাদাভাবে সংবর্ধনা জানান মোদী।
প্রধানমন্ত্রীর সোনা জয়ী কৃষ্ণ নাগরের সঙ্গেও সময় কাটান। তার অভিজ্ঞতার কথা জানতে চান। কৃষ্ণ নাগর টোকিও প্যারালিম্পিকে ব্যাডমিন্টনের পুরুষদের সিঙ্গেলস এসএইট সিক্স বিভাগের ফাইনালে হংকংয়ের চু ম্যানকে পরাজিত করে সোনার পদক জিতেছেন।
প্রধানমন্ত্রী মোদী নয়েডার জেলা ম্যাজিস্ট্রেট এবং প্যারা-ব্যাডমিন্টন খেলোয়াড় সুহাস যুথিরাজকে অভিনন্দন জানান। প্যারালিম্পিক্সে দেশকে ব্যাড মিন্টনে রূপো এনে দিয়েছেন সুহাস। প্রশাসনিক কাজেও তিনি যথষ্ট দক্ষ।
অন্য়ান্য প্য়ারা অ্যাথলিটদের সঙ্গেও কথা বলেন মোদী। সব টেবিলে আলাদা আলাদ করে গিয়ে সকলের অভিজ্ঞতার কথা শোনে প্রধানমনন্ত্রী। সকলকে তাদের প্রচেষ্টার জন্য অভিনন্দন জানান নরেন্দ্র মোদী।
টোকিও অলিম্পিকের সময়ও সকল অ্যাথলিটদের সঙ্গে দেখা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করেছিলেন ফটো শুট। এবারও তার ব্যতিক্রিম হয়নি। সকল পদক জয়ীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ফটো শুট করেন তিনি।
সদ্য সমাপ্তি টোকিও প্যারালিম্পিক্সে ঐতিহাসিক সাফল্য পেয়েছে ভারতীয় দল। টোকিও প্যারালিম্পিক্সে ভারত ১৯ টি পদক জিতেছে। যার মধ্যে ৫টি সোনা, ৮টি রূপো ও ৬টি ব্রোঞ্জ পদক রয়েছে।
এবার ভারত ৫৪ জন ক্রীড়াবিদদের সবচেয়ে বড় দল টোকিও প্যারালিম্পিক্সে পাঠিয়েছিল। তার অনবদ্য পারফর্ম করে দেশের নাম উজ্জ্বল করেছে। এই প্রথম প্যারালিম্পিক্সে ভারত ২৪ নম্বর স্থানে শেষ করেছে।
পুরো প্যারালিম্পিকের সময়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোনে ক্রীড়াবিদদের সাথে কথা বলে তাদের মনোবল বাড়িয়েছিলেন এবং বিজয়ী খেলোয়াড়দের অভিনন্দনও জানিয়েছিলেন। ভারতে ফেরার পর তিনি সকল খেলোয়াড়দের স্বাগত জানান।
পুরো প্রতিযোগিতার সময় যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের পাশে থেকেছেন ও ফেরার পর মোদীর সংবর্ধনা পেয়ে আপ্লুত প্যারা অ্যাথলিটরা। সকলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন।
২০২৪ অলিম্পিকের পর প্যারালিম্পিক্সের আসর বসবে প্যারিসে। এবার ৫৪ জন অ্যাথলিট গিয়ে ১৯টি পদক জিতেছেন। পরের বার আরও বেশি পদক জয়ের লক্ষ্য এখন থেকেই স্থির করেছেন ভারতীয় প্যারা অ্যাথলিরা।