নিজের 'সেক্স লাইফ' নিয়ে মুখ খুললেন নীরজ চোপড়া, কী জানালেন 'ন্যাশানাল ক্রাশ'
- FB
- TW
- Linkdin
টোকিও অলিম্পিক্সে জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতে ইতিহাস তৈরি করেছেন নীরজ চোপড়া। ১৩০ কোটি দেশবাসীর স্বপ্নপূরণ করেছেন তিনি। তারপর থেকেউ শুভেচ্ছা ও ভালোবাসার জোয়ারে ভাসছেন 'সোনার ছেলে'।
সোনা জয়ের পর থেকেই নীরজ চোপড়ার ব্যক্তিগত জীবন নিয়ে জানার কৌতুহল সকলের। দীর্ঘকায়, সুঠাম শরীর, সুদর্শন চেহারা, মিষ্টি হাসির নীরজ যুবতীদের স্বপ্নের পুরুষ হয়ে উঠেছেন। সোশ্যাল মিডিয়ায় নীরজের ছবি থেকে ফিজিক্যাল ট্রেনিংয়ের ভিডিওগুলিতে লাইক, কমেন্টের ঝড় বইছে।
মোস্ট এলিজেবল ব্যাচেলারের তকমাও পেয়ে গিয়েছেন নীরজ। ‘ন্যাশন্যাল ক্রাশ’, 'সেক্সি অ্যান্ড স্যাসি', ‘হট অ্যান্ড হ্যান্ডসাম’ বহু বিশ্লেষণ যুক্ত হয়েছে নীরজের নামের সঙ্গে। বর্তমানে ১৩০ কোটি ভারতবাসীর নয়নের মণি এই যুবক।
মেয়েদের ক্রাশ হয়ে ওঠায় নানা অনুষ্ঠানে নানা রকম প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে অলিম্পিকে সোনা জয়ী অ্যাথলিটকে। এবার এক ভার্চুয়াল আলোচনায় নিজের সেক্স লাইফ নিয়ে প্রশ্নের সম্মুখীন হলেন নীরজ চোপড়া।
টোকিও অলিম্পিক্সে ভারতের দুই পদকজয়ী অ্যাথলিট নীরজ এবং বজরং পুনিয়ার সঙ্গে 'ই-আড্ডার' আয়োজন করা হয়েছিল। সেখানেই নীরজকে প্রশ্ন করা হয়, ট্রেনিংয়ের পাশাপাশি নিজের সেক্স লাইফের ভারসাম্য বজায় রাখেন কীভাবে।
সেই প্রশ্নে দৃশ্যতই অস্বস্তিতে পড়েন টোকিও অলিম্পিক্সে পুরুষদের জ্যাভেলিন থ্রো চ্যাম্পিয়ন নীরজ। থুতনিতে হাত দিয়ে বলতে থাকেন, 'সরি, স্যার। শুধু সরি বলে দিলাম, এটাই যা।'
নীরজ বিরক্ত হওয়া সত্ত্বেও সেই প্রশ্ন আবারও করা হয় নীরজকে। নীরজ সঞ্চালককে বলেন, ‘দয়া করে, আপনি জবাব দিয়ে দিন।’ রীতিমতো বিরক্তির সঙ্গে নীরজ বলেন, ‘আপনার প্রশ্নে এমনিতেই আমার মন ভরে গিয়েছে। কিন্তু, না। প্লিজ।’
সোনা জয়ের পর থেকেই নীরজ চোপড়ার প্রেমিকা নিয়ে জানার জন্য কৌতহুল রয়েছে সকলের মধ্যে। রেডিও জকিরা তাকে সামনে বসিয়ে উদ্দাম নৃত্য করেছে। যা নিয়েও বিতর্ক কম হয়নি।
শুধু তার ফ্যান-ফলোয়ার্সরাই নয়, নীরজ চোপড়া ক্রাশ হয়ে উঠেছেন অনেক তারকা অভিনেত্রীদেরও। সেই তালিকায় বর্তমানে অনেকটা উপরের দিকে রয়েছে অভিনেত্রী কিয়ারা আদবাণী।
সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কিয়ারা আদবাণী। সেখানেই নীরজকে নিয়ে প্রশ্ন করা হলে হালকা লাজুক হেসে কিয়ারা বলেন, 'নীরজ চোপড়া জাতীয় ক্রাশ নয়... এই মুহূর্তে তিনি বিশ্বের ক্রাশ’।
তবে এই সমস্ত প্রশ্নে কখনই স্বাচ্ছন্দ নন নীরজ চোপড়া। টোকিও থেকে দেশে ফিরে নীরজ চোপড়া পরিষ্কার করে দিয়েছেন যে তার এখন কোনও গার্লফ্রেন্ড বা প্রেমিকা নেই। সেই সব বিষয় নিয়ে ভাবছেনও না।
অলিম্পিকের পর সাময়িক বিরতি নিয়েছেন নীরজ চোপড়া। জানিয়েছেন, বর্তমানে নিজের খেলার উপরও মনোনিবেশ করতে চাই। আগামী এশিয়ান গেমস ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভালো পারফর্ম করাই আমার লক্ষ্য।