বিদায় দ্য আন্ডারটেকার, সমর্থকদের কাছে 'ডেড ম্যান অলওয়েজ অ্যালাইভ'
First Published Nov 24, 2020, 3:27 PM IST
রেসলিং রিংকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন দ্য আন্ডারটেকার। ডব্লু ডব্লু ই-র ইতিহাসে অন্যতম সেরার সেরা রেসলার তিনি। ৩০ বছরের কেরিয়ারে কোনও শিরোপা নেই যা অধরা আন্ডারটেকারের। তার অবসরের সিদ্ধান্তে দুঃখিত বিশ্ব জুড়ে তার কোটি কোটি ভক্তরা।

ডব্লু ডব্লু ই বা ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেনমেন্ট। কুস্তি আর বিনোদনের এক অদ্ভুত মিশেল। বিশ্ব জুড়ে এই খেলার জনপ্রিয়তা। বিশেষ করে কিশোর-কিশোরীদের মধ্যে এর প্রভাব সব থেকে বেশি। অবশ্য দখতে বসে গেলে যে কোনও বয়সের মানুষেরই চোখ সরানো কঠিন এই খেলা থেকে।

এই এই খেলার ইতিহাসে একাধিক তারকা প্লেয়ার উঠে এসেছে হল্ক হগ্যান, শন মাইকেল, দ্য রক, ট্রিপল এইচ থেকে জন সিনা। কিন্তু অন্যতম সেরা প্লেয়ারের নাম জানতে চাইলে বেশিরবাগ মানুষই একবাক্যে উত্তর দিবেন 'দ্য আন্ডারটেকার'।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন