মার্চের শুরুতেও ভারী তুষারপাত, পর্যটকদের মন কাড়ল সিমলা-মানালি-লে
| Published : Mar 01 2020, 05:06 PM IST
মার্চের শুরুতেও ভারী তুষারপাত, পর্যটকদের মন কাড়ল সিমলা-মানালি-লে
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
18
শনিবার ভারী তুষারপাত হল হিমাচলে। পাহাড়ের চূড়া ঢাকল সাদা বরফে।
28
পর্যটকদের মুখে হাসি। মার্চের শুরুতেও মিলছে বিপুল বরফ।
38
বরফে ঢেকেছে সিমলা, ধর্মশালা, মানালি। তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে কম।
48
সোলাং ভ্যালিতে বরফ পড়ে ৯ মি.মি। বন্ধ বেশ কিছু সড়কপথ।
58
সকাল থেকেই চলছে বরফ সরিয়ে রাস্তা পরিস্কারের কাজ। যান বাহন চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা।
68
বরফ পড়েছে কাংড়া, কুফরিতেও। ধর্মশালাতে সর্বাধিক বরফ পড়ে এদিন।
78
তুষারপাতের ফলে তাপমাত্রার পারদ নেমেছে বেশ কিছুটা।
88
বন্ধ লে-লাদাখের রাস্তা। বরফ পড়ে আটকে বহু পর্যটক।