পূণ্যার্থীদের সুবিধায় নয়া অ্যাপের ব্যাবস্থা, কবে খুলছে কেদার-বদ্রীর দরজা
পূণ্য যাত্রা কেদার-বদ্রী। সারা বছর এই স্থানে ভক্তদের আসার সৌভাগ্য হয় না। শীতের সময় বন্ধ থাকে কেদারের দরজা। গর্ভগৃহ থেকে সরিয়ে আনা হয় বিগ্রহ। সেই বিগ্রহ আবার করে স্থাপন করা হবে, কবে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে কেদারের দরজা, এবার সামনে এল সেই তথ্য। চুরান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বসন্ত পঞ্চমীর দিন।
110

২৯ এপ্রিল সকাল ৬ টা ১০ মিনিট নাগাদ কেদারের দরজা খুলে দেওয়া হবে ভক্তদের উদ্দেশে।
210
২৬ এপ্রিল পুজোর পর ওমকারেশ্বরের মন্দির থেকে বিগ্রহ রওনা দেবে পালকি চরে। ২৭ এপ্রিল তা পৌঁছবে গৌরিকুণ্ডে।
310
গৌরিকুণ্ডেই রাখা থাকবে সেদিন বিগ্রহ। ২৮ তারিখ সকালে আবারও পালকি করে বিগ্রহ রওনা দেবে, গন্তব্য কেদারনাথের মন্দির।
410
২৯ তারিখ সকালে খোলা হবে কেদারনাথের মন্দির। পুজোর পর ভক্তরা মন্দিরে প্রবেশ করতে পারবেন ৬টা ১০ মিনিট থেকে।
510
অন্যদিকে ৩০ তারিখ খুলে দেওয়া হবে বদ্রীনাথের মন্দির। দরজা ভক্তদের উদ্দেশে খোলা হবে ভোর ৪টে ৩০ মিনিটে।
610
গতবছর এইস্থানে ভক্তের সংখ্যা হয়েছিল ৪০ লক্ষ্যেরও বেশি। এবছর ২৬ এপ্রিল খুলে দেওয়া হবে গঙ্গোত্রী যমুনেত্রীর দরজা।
710
এবছর পূণ্যার্থীদের জন্য থাকবে আকর্ষণীয় প্যাকেজ। ২১ হাজার টাকায় মিলবে একাধিক সুযোগ সুবিধা।
810
পূর্ণ্যার্থীর সহযোগীতার জন্য চালু করা হল মেরি যাত্রা অ্যাপ। এর মাধ্যমে মিলবে একাধিক তথ্য।
910
শিবরাত্রীতে ঘোষণা করা হয়েছিল মন্দিরের দরজাা খোলার দিন। হাতে আর মাত্র দেড় মাস।
1010
অন্যান্য বছরের তুলনায় এবার কেদারবদ্রী বেশি বরফে ঢেকে রয়েছে। তাই আগেই শুরু হবে রাস্তা পরিষ্কারের কাজ।
Latest Videos