- Home
- Lifestyle
- Travel
- রেস্ট্রিকটেড মুভমেন্টের মধ্যেই পর্যটকদের উপচে পড়া ভিড়, লাগাম টানতে দার্জিলিং-এ জারি হল কড়া নিয়ম
রেস্ট্রিকটেড মুভমেন্টের মধ্যেই পর্যটকদের উপচে পড়া ভিড়, লাগাম টানতে দার্জিলিং-এ জারি হল কড়া নিয়ম
করোনার দ্বিতীয় ঢেউ থেকে খানিক স্বস্তি মিলতেই এবার ভ্রমণ মুখি সাধারণ মানুষ। লকডাউনের কোপ থেকে খানিকটা হলেও রেহাই পেতে দীঘা মন্দারমনি কিংবা পাহাড় বেছে নিচ্ছেন অনেকেই। না, সংখ্যাটা নেহাতই কম নয়। ক্রমেই হাজার হাজার মানুষের ভিড় বাড়তে থাকছে এলাকাগুলোতে। একদিকে যেমন তা পর্যটনের ক্ষেত্রে স্বস্তির খবর ঠিক ততটাই আতঙ্কের ছবি আগামী দিনের জন্য।
| Published : Jul 15 2021, 10:48 AM IST
- FB
- TW
- Linkdin
ফলে তড়িঘড়ি নয়া নিয়মে পর্যটনকে বাঁধে তৎপর প্রশাসন। জুলাই মাসের প্রথম সপ্তাহে দীঘায় উপচে পড়া ভিড় দেখে জারি করা হয়েছিল নয়া নিয়ম।
দীঘায় ঘুরতে যেতে হলে থাকতে হবে কোভিদ নেগেটিভ রিপোর্ট বা দুটো ভ্যাকসিন নেওয়া হতে হবে।
এবার সেই একই নিয়ম জারি করা হলো দার্জিলিং এর ক্ষেত্রেও। বিপুল সংখ্যক পর্যটকদের ভ্রমণে রাশ টানতে এই সিদ্ধান্ত।
ভ্রমণের জন্য এবার লাগবে 72 ঘন্টা আগে করানো করোনা টেস্ট নেগেটিভ রিপোর্ট।
বা দুটো ভ্যাকসিনই নিতে হবে পর্যটককে। তবে মিলবে হোটেলে বুকিং কিংবা ট্রাভেল এজেন্সির বুকিং।
তাই এবার কয়েকদিনের মধ্যে যদি দার্জিলিং ভ্রমণের প্ল্যান থেকে থাকে অবশ্যই এই বিষয়টি মাথায় রাখতে হবে।
আনুমানিক অগাস্ট সেপ্টেম্বর মাস থেকেই আবারো আসলে পড়তে চলেছে করোনার তৃতীয় ঢেউ।
আর সেই ভয়েই মানুষ কিছুটা সময়ের জন্য হাত ধরে বেড়াচ্ছে একটা ভ্যাকেশন ডেস্টিনেশন। যার ফলে ভিড় বাড়ছে বিভিন্ন জায়গায়।
আর এটা থেকেই ছড়াচ্ছে আতঙ্ক। এই ছবিতে পলকে ডেকে আনতে পারে বিপদ তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।
সেই কারণেই সতর্কতা তুঙ্গে রাখতে নয়া নিয়ম জারি করা হলো পর্যটনের ক্ষেত্রে। দীঘা মন্দারমনি পর এবার দার্জিলিং।