- Home
- Lifestyle
- Travel
- করোনা টেস্টের গাইডলাইন ভুলে দেদার টুরিস্টের ভিড়, চিরুনি তল্লাশি এবার দিঘার হোটেলে
করোনা টেস্টের গাইডলাইন ভুলে দেদার টুরিস্টের ভিড়, চিরুনি তল্লাশি এবার দিঘার হোটেলে
- FB
- TW
- Linkdin
এই নিয়ম হোটেল ব্যবসায় আর্থিক প্রভাব ফেলতে পারে বলে ধারনা করেছিলেন হোটেল মালিকরা। এর পরবর্তী সময়ে দিঘার হোটেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে বিনামূল্যে করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয় পর্যটকদের জন্য। তাতেই কিছুটা স্বস্তি পেয়েছিলো পর্যটকদের একাংশ।
করোনা পরিস্থিতি বেশ কিছুটা স্বাভাবিক হলেও পুরোপুরি হারানো যায়নি এই মারণ ভাইরাসকে। বিশেষজ্ঞদের মতে খুব শীঘ্রই করোনার তৃতীয় ঢেউ আসতে চলেছে রাজ্যে।
এখন থেকে সতর্ক না হলে বিপদের আশঙ্কা করছেন চিকিৎসকরা। তবে লকডাউন শিথিল হতেই রাজ্যের বেশ কিছু স্থানে পর্যটকদের ভির লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে দার্জিলিং এবং দিঘায়। তাই পরিস্থিতি যাতে হাতের বাইরে বেরিয়ে না যায়, তার জন্য কড়াকড়ি হচ্ছে প্রশাসন।
তাঁদের কাছে হোটেলে যারা থাকছেন তাঁদের করোনা রিপোর্ট দেখাতে চাওয়া হলে, বিপাকে পরেন হোটেল কর্তৃপক্ষ। জেলা প্রশাসনের সঙ্গে পুলিশ আধিকারিকদের নিয়ে নিজে অভিযান চালান জেলাশাসক। বেশকিছু হোটেল সঠিক নথিপত্র দেখাতে না পারায় সিল করে দেওয়া হয় সেই সব হোটেল।
আটক করা হয় হোটেলের ম্যানেজারদের। এর পাশাপাশি অনেক পর্যটকদের বিধিনিষেধ না মানার জন্য ধমক দেন জেলা পুলিশ প্রশাসনের কর্তারা। সব মিলিয়ে করোনার তৃতীয় ঢেউকে নিয়ন্ত্রণে রাখার জন্য এখন থেকেই খুবই কড়াকড়ি কাথি প্রশাসন।