- Home
- Lifestyle
- Travel
- Winter trip Plan- বরফ পরার আনন্দ নিতে চান, তবে অবশ্যই তালিকাতে রাখুন এই কয়েকটি স্থান
Winter trip Plan- বরফ পরার আনন্দ নিতে চান, তবে অবশ্যই তালিকাতে রাখুন এই কয়েকটি স্থান
- FB
- TW
- Linkdin
সিমলা- প্রতিবছরই ডিসেম্বর-জানুয়ারীতে হুরমুরিয়ে বরফ পড়ে সিমলাতে। হিমাচলের একাধিক রুট এই সময় বন্ধ থাকে বরফ পড়ার জন্যই। তাই বরফ পেতে গেলে অবশ্যই এই সময় বেড়িয়ে পরুন সিমলার উদ্দেশ্যে।
রা-বাংলা- রা বাংলা হচ্ছে পেলিং বা দার্জিলিং-এর কাছেই একটি স্পট। খুব একটা হটলিস্টে নাম না এলেও সিকিমের সাইড সিনে অবশ্য থাকে এই জায়গার নাম। এই সময়টা এখানে গেলেই বুদ্ধা পার্কে বরফ পড়ার অনবদ্য অভিজ্ঞতা হতে পারে।
সান্দাকফু- সান্দাকফুতে এই সময় কনকনে ঠাণ্ডা থাকে। ট্রেক করাটা খুব সমস্যার হয়ে যায় অনেকেরই কাছে। কিন্তু এখানে বরফ পড়া পাবেন নিঃসন্দেহে এই সময় এলে।
দার্জিলিং- দার্জিলিং, দশ বছরের পর ২০১৯-এর ডিসেম্বরে বরফ পড়েছিল দার্জিলিং ম্যালে। প্রতিবছরই বছরের শেষ কটা দিনে ম্যালে বরফ পড়তে দেখা যায়।
ছাঙ্গু- গ্যাংটক থেকে ছাঙ্গু-নাথুলা অনেকেই গিয়েছেন। কিন্তু এই সময়টা নাথুলার রাস্তা বন্ধ হয়ে যায় বরফ পড়ে। এই সময়টা ছাঙ্গুর পথে গেলে বরফ পড়ার অভিজ্ঞতা মিলতে পারে।
দোচুলা পাস, পারো- ভুটানের পারো যাওয়ার পথে এই দোচুলা পাস পরে। এই জায়গার বিশেষত্ব হয় এটা বেশ উঁচুতে, এখানে হামেশাই বরফ পড়ে। পাশাপাশি পারোতেও বরফ পরে ডিসেম্বর জানুয়ারীতে।
ডালহৌসি- ডালহৌসি, বরফে মোড়া চোখ ধাঁধানো প্রাকৃতিক সৌন্দর্য মানেই হল ডালহৌসি। তাই শীতের মরসুমে বরফ পড়ার আনন্দ নিতে গেলে অবশ্যই তালিকাতে রাখা যেতে পারে ডালহৌসি। তবে ডিসেম্বর-জানুয়ারীতে তা প্রবেশ করা এক প্রকার ঝুঁকি সাপেক্ষ।
মানালি- মানালি অন্যতম জায়গা যেখানে এই সময় পর্যটকেরা বরফের দেখা মেলার জন্য ভিড় জমিয়ে থাকেন। এই সময় প্রায় প্রতিদিনই বরফ পরে মানালিতে।