- Home
- West Bengal
- West Bengal News
- বিজেপির প্রথমসারির ৪০ প্রচারকের নাম সামনে, কোন কোন তারকার ঠাঁই হল তালিকায়
বিজেপির প্রথমসারির ৪০ প্রচারকের নাম সামনে, কোন কোন তারকার ঠাঁই হল তালিকায়
| Published : Mar 10 2021, 02:35 PM IST
বিজেপির প্রথমসারির ৪০ প্রচারকের নাম সামনে, কোন কোন তারকার ঠাঁই হল তালিকায়
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
17
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শে পা মেলাতে ও পরিবর্তনের পরিবর্তন আনতে অনেক টলিউড সেলেবই দলে দলে যোগ দেয় বিজেপিতে।
27
বুধবার প্রকাশ্যে প্রথম ৪০ স্টার কাস্ট তালিকা, যারা ২০২১ সালের বিধানসভা নির্বাচনে প্রচারের মুখ হতে চলেছেন।
37
সেই তালিকায় রয়েছেন, মিঠুন চক্রবর্তী। ব্রিগেডের আসরেই তিনি যোগ দিয়েছিলেন বিজেপিতে।
47
শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সদ্য যোগ দিয়েছেন বিজেপিতে। তিনিও নির্বাচনে প্রচারের মুখ হলেন।
57
তালিকায় রয়েছে দশ দাশগুপ্তের নামও। তিনি বিজেপিতে যোগ দিয়ে সাধারণের জন্য কাজ করার আশ্বাস দিয়েছিলেন।
67
অভিনেত্রী পায়েল সরকার সদ্য যোগ দিয়েছেন বিজেপিতে। তিনিও স্থান পেলেন এই তালিকায়।
77
হিরণ চট্টোপাধ্যায়ের নাম রয়েছে এই তালিকাতে। তিনি খড়গপুর কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন নির্বাচনে।