- Home
- West Bengal
- West Bengal News
- আজ বাংলা সফরে নাড্ডা, যাবেন বঙ্কিমচন্দ্র-বিভূতিভূষণের বাড়ি, দেখুন ছবিতে-ছবিতে
আজ বাংলা সফরে নাড্ডা, যাবেন বঙ্কিমচন্দ্র-বিভূতিভূষণের বাড়ি, দেখুন ছবিতে-ছবিতে
- FB
- TW
- Linkdin
মোদীর পর বাংলা সফরে এবার নাড্ডা। বৃহস্পতিবার নৈহাটির কাঁঠালপাড়ায় কর্মসূচি বিজেপি সভাপতি জেপি নাড্ডার।
বৃহস্পতিবার সকাল ১০ টায় লক্ষ সোনার বাংলার ক্য়াম্পেনে হেস্টিংস ইলেকশন অফিসে যাবেন জেপি নাড্ডা।
দুপুর ১ টায় নৈহাটির আরবিসি কলেজে সাহিত্য়িক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি এবং সংগ্রহশালায় যাবেন তিনি।
দুপুর ১ টা ৩০ নাগাদ ওয়ার্ড নং ৮ এ গৌরিপুর জুটমিল কর্মচারীদের ওখানে যাবেন। ২ টা ৪৫ নাগাদ আনন্দপুরি মন্দি যাবেন নাড্ডা।
এরপর দুপুর ৩ টে নাগাদ ব্যারাকপুরের আনন্দপুরি খেলার মাঠে জেলার পরিবর্তন যাত্রার শুরু করবেন।
৪টে ৩০ নাগাদ ব্যারাকপুরের কাছে সুকান্ত সদনে সাহিত্য়িক বিভূতিভূষণ বন্দ্য়োপাধ্যায়ের বাড়িতে শ্রদ্ধা জানাতে যাবেন তিনি।
বিকেল ৪ টে ২৭ নাগাদ মঙ্গল পান্ডের মূর্তিকে সম্মান জানাতে পশ্চিমবঙ্গ পুলিশের হেড কোয়ার্টারে যাবেন তিনি।
সন্ধ্য়ে ৭ নাগাদ সায়েন্স সিটিতে লক্ষ্য সোনার বাংলা বুদ্ধিজীবিদের নিয়ে মিটিং করবেন জেপি নাড্ডা।