এবার লক্ষ্য তাঁর বাংলা জয়, জেনে নিন অমিত শাহের সম্পত্তির পরিমাণ
- FB
- TW
- Linkdin
২০১৯ সালে হলফনামা জমা দেওয়ার সময় অমিত শাহের হাতে নগদ অর্থের পরিমাণ ছিল ২০,৬৩৩ টাকা। আর তাঁর স্ত্রীর হাতে নগদ অর্থের পরিমাণ ছিল ৭২,৫৭৮ টাকা।
এছাড়া, মনসায় একটি ২,৫ লক্ষ টাকা মূল্যের আবাস-ও উত্তরাধিকার সূত্রে পেয়েছেন অমিত শাহ। থলতেজের সুদীপ সোশাইটিতে ১,৫ কোটি টাকা মূল্যের একটি বাংলোর-ও যৌথ মালিক তিনি।
২০২০-র জুনে দাখিল করা হিসেবে দেখা যাচ্ছে অমিত শাহের সম্পত্তির পরিমাণ ২৮.৬৩ কোটি টাকা। একবছর আগে সেই পরিমাণ ছিল ৩২.৩ কোটি টাকা। শেয়ার বাজারের পরিস্থিতির কারণেই এই পরিস্থিতি বলে জানা গিয়েছিল।
পিএমওতে দাখিল করা তথ্য অনুযায়ী, গুজরাতে ১০ টি স্থাবর সম্পত্তি রয়েছে অমিত শাহের। অমিত শাহের হাতে রয়েছে ১৫,৮১৪ টাকা। ব্যাঙ্কে রয়েছে ১.০৪ কোটি টাকা। ইনসিওরেন্স এবং পেনশন পলিসিতে রয়েছে ১৩.৪৭ লক্ষ টাকা। এফডি-তে রয়েছে ২.৭৯ লক্ষ টাকা। অলংকার রয়েছে ৪৪.৪৭ লক্ষ টাকার। সম্পত্তি কমেছে তাঁর স্ত্রীরও।
তবে অমিত শাহের স্ত্রী ও ছেলে জয় শাহের সম্পত্তির পরিমাণ বৃদ্ধি নিয়ে নিয়ে বারবার অভিযোগ করেছে বিরোধীরা। জয় শাহের কোম্পোনীর রাতারাতি বিপূল আর্থিক লাভ নিয়ে অভিযোগ করে কংগ্রেস সহ বিজেপি বিরোধীর একাধিক দল। যদিও সেই সকল অভিযোগ অস্বীকার করা হয়েছে বিজেপির তরফে। অভিযোগের উড়িয়ে দিয়েছিলেন অমিত শাহ ও জয় শাহও।
সামনেই বাংলার নির্বাচন। প্রচারে প্রতিমাসেই প্রায় বাংলা সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। মোদী-শাহ ম্যাজিকে ভর করে প্রথমবার বাংলায় পদ্ম ফোটাতে চাইছে বিজেপি শিবির। সেই স্বপ্ন বাস্তবে রীপ পাবে কিনা, তার উত্তর মিলবে আগামি মে মাসে।