- Home
- West Bengal
- West Bengal News
- বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পত্তির পরিমাণ কত, জেনে নিন বিস্তারিত তথ্য
বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পত্তির পরিমাণ কত, জেনে নিন বিস্তারিত তথ্য
- FB
- TW
- Linkdin
উল্লেখ্য, এর আগে ২০১৪ এবং ২০১৯ সালে লোকসভা নির্বাচনের সময় নিজের সম্পত্তির হিসেব দিয়েছিলেন মোদি। যাতে দেখা যায়, মাত্র ৫ বছরে তাঁর সম্পত্তি বেড়েছে ৫২ শতাংশ।
ওই একই শাখায় ব্যাংক এফডিআর ও এমওডি ব্যালান্স হিসেবে ১,৬০,২৮,৯৩৯ টাকা রয়েছে নরেন্দ্র মোদীর। এ ছাড়াও তাঁর ৮,৪৩,১২৪ টাকার এনএসসি, ১,৫০,৯৫৭ টাকার জীবন বিমা ও ২০,০০০ টাকার করমুক্ত ইনফ্রা-বন্ড রয়েছে তাঁর।
তাঁর চলমান সম্পত্তির হিসেব ১.৭৫ কোটির টাকার কিছু বেশি বলে জানানো হয়েছে। তিনি কোনও ব্যক্তিগত ঋণ নেননি এবং তাঁর নামে কোনও গাড়িও নেই। তাঁর নামে রয়েছে ৪৫ গ্রাম ওজনের চারটে সোনার আংটি, যার আনুমানিক মূল্য ১.৫ লাখ টাকা।
এ ছাড়াও প্রধানমন্ত্রী সম্পত্তির খতিয়ানে জানিয়েছেন, গান্ধীনগর সেক্টর ওয়ানে তাঁর মালিকানাধীন ৩,৫১৩ বর্গ ফিটের একটি প্লট রয়েছে। তবে সেই সম্পত্তির যুগ্ম অংশীদার চারজন। অর্থাত্ প্রধানমন্ত্রীর অংশ ২৫ শতাংশ।
অতি সাধারণ জীবন যাপন করতেই পছন্দ করেন বলে জানান প্রধানমন্ত্রী। বারবার তাঁর মুখে শোনা যায় গুজরাটের ভাদনগর স্টেশনে চা বিক্রির কথা। এই ‘চাওয়ালা’ পরিচয়ই রাজনীতির আঙিনায় প্রতিষ্ঠিত করেছে তাঁকে।
দীর্ঘ দিন গুজরাটের মুখ্যমন্ত্রী দায়িত্ব সামলিয়েছেন নরেন্দ্র মোদী। প্রায় ৭ বছর ধরে সামলাচ্ছেন প্রধানমন্ত্রীর দায়িত্ব। তবে বর্তমানে তিনি যে কোটিপতি তা প্রধামন্ত্রীর কার্যালয়ের দেওয়া তথ্যতেই প্রমাণিত।
বাংলার নির্বাচনে খুব শীঘ্রই প্রচারের ঝড় তুলবেন মোদী। একাধিক জনসভার পাশাপাশি ব্রিগেডেও সভা করবেন নমো। মোদী ম্যাজিকেই নির্বাচনে সাফল্য পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী পদ্ম শিবির।
২০১৯ নির্বাচনে রাজ্যে ২ থেকে বেড়ে ১৮টি আসন পেয়েছিল বিজেপি। কাজে এসেছিল মোদী ম্যাজিক। এবার বাংলার বিধানসভা নির্বাচনে মোদী ম্যাজিক না মমতা ম্যাজিক কার জয় হয় তার উত্তর মিলবে আগামি কয়েক মাসে।