- Home
- West Bengal
- West Bengal News
- আজ হুইলচেয়ারেই রাজপথে মমতা, ওদিকে ফের পিছিয়ে গেল তৃণমূলের ইস্তাহার প্রকাশ
আজ হুইলচেয়ারেই রাজপথে মমতা, ওদিকে ফের পিছিয়ে গেল তৃণমূলের ইস্তাহার প্রকাশ
হুইলচেয়ারেই রাজপথে মমতা। রবিবার গান্ধীমূতি থেকে হাজ অবধি তৃণমূল কংগ্রেসের একটি মিছিল রয়েছে। পুরো পথটাই অর্থাৎ প্রায় ৫ কিমি রাস্তা হুইলচেয়ারেই সফর করবেন মমতা। ওদিকে ফের পিছিয়ে গেল তৃণমূলের ইস্তাহার প্রকাশের তারিখ।
17

এদিন গান্ধীমূতি থেকে হাজ অবধি তৃণমূল কংগ্রেসের একটি মিছিল রয়েছে। প্রথমে ঠিক ছিল মিছিলে নের্তৃত্ব দেবেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।
27
পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হয় মিছিলের শেষে হাজরায় থাকবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।
37
শেষমেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে গোটা মিছিলেই থাকবেন দলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়।
47
প্রায় ৫ কিমি রাস্তা মমতা বন্দ্য়োপাধ্যায় হুইল চেয়ারে বসেই সফর করবেন মমতা।
57
মিছিল শেষে তৃণমূল সুপ্রিমো রওনা দেবেন দুর্গাপুরের উদ্দেশ্য়ে।
67
অপরদিকে, ফের পিছিয়ে গেল তৃণমূলের ইস্তাহার প্রকাশের তারিখ। প্রথমে ঠিক ছিল নন্দীগ্রাম দিবসের দিন ১৪ মার্চেই ইস্তাহার প্রকাশ করবে তৃণমূল
77
কিন্তু পরে সিদ্ধান্ত বদল করে ঠিক হয় ১৭ মার্চ বুধবার ইস্তাহার প্রকাশ করবে তৃণমূল।
Latest Videos